February 22, 2024, 5:42 pm

সংবাদ শিরোনাম
ভোলায় ভাষা শহিদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ প্রেসক্লাব পীরগঞ্জ উপজেলার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কুড়িগ্রামে ৪দিন ব্যাপী বইমেলার উদ্বোধন মাতৃভাষা শহীদের স্মরনে লক্ষ্মীপুরবাসী জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন চিলমারীতে এসএসসি পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে না দেয়ায়, মোবাইল দিয়ে কর্মচারীর মাথা ফাটালেন উখিয়ায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার জমাজমি সংক্রান্ত বিরোধ, পটুয়াখালীতে মাছের ঘেরের বাঁধ কেটে দিয়েছে প্রতিপক্ষরা, ১০ লাখ টাকার ক্ষতি রংপুরে মোটর মালিক সমিতির নেতাকে লক্ষ্য করে গুলি, আটক ৩ শিমুলতলা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকের আত্মহত্যা

এস কে সিনহার পদত্যাগ নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন: ময়মনসিংহে গ্রেপ্তার ২

এস কে সিনহার পদত্যাগ নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন: ময়মনসিংহে গ্রেপ্তার ২

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিচারপতি এস কে সিনহার পদত্যাগ নিয়ে সেনাবাহিনীকে জড়িয়ে ‘বিভান্তিকর’ প্রতিবেদন প্রকাশ করার অভিযোগে ময়মনসিংহের একটি অনলাইন পোর্টালের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন ত্রিশালনিউজ ডটকমের লায়েস ম-ল (২৬) ও মো. ছাবিদ (২০)। গত সোমবার গভীর রাতে ত্রিশাল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ত্রিশালনিউজ ডটকম নামের ওই পোর্টালে গত ১৬ নভেম্বর ‘স্বজনদেরকে আটক করে মেরে ফেলার হুমকি, সিনহার পদত্যাগ’ শিরোনামে ওই ‘মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর, মনগড়া ও বানোয়াট’ সংবাদ প্রকাশ করা হয়। উক্ত সংবাদ সশস্ত্র বাহিনীসহ বাংলাদেশ সরকারের তথা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণœ করেছে, যা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রের শামিল। ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীনদের সমালোচনার মুখে ছুটি নিয়ে গত ১৩ অক্টোবর দেশ ছাড়েন তখনকার প্রধান বিচারপতি এস কে সিনহা। ১০ নভেম্বর ছুটি শেষে তিনি বিদেশ থেকেই পদত্যাগপত্র পাঠিয়ে দেন। এর ছয় দিনের মাথায় ত্রিশালনিউজ ডটকমে ওই প্রতিবেদন প্রকাশিত হয়। পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার লায়েস ওই পোর্টালের অন্যতম অ্যাডমিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ‘স্বীকার করেছেন’, তার আইডি থেকেই ওই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ওই পোর্টালে মহামান্য রাষ্ট্রপতি, সাবেক প্রধান বিচারপতি ও তার পরিবারবর্গ, বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার, সংসদ সদস্য এবং সরকারি গোয়েন্দা সংস্থা সম্পর্কে বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রকাশ করা হয়েছে, যা সরকার এবং রাষ্ট্রের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র। ওই দুইজনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ সুপার।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর