July 27, 2024, 8:50 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

উত্তরা গণভবনের গাছ চুরির মামলায় ঠিকাদার রিমান্ডে

উত্তরা গণভবনের গাছ চুরির মামলায় ঠিকাদার রিমান্ডে

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

নাটোরের উত্তরা গণভবনের গাছ চুরির মামলায় ঠিকাদার সোহেল ফয়সালকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার নাটোরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. রবিউল ইসলাম তাকে রিমান্ডে পাঠানোর এ আদেশ দেন। আদালত পুলিশের পরিদর্শক নাসির উদ্দিন ম-ল জানান, ,উত্তরা গণভবনের গাছ চুরির মামলায় হাজতে থাকা আসামি সোহেল ফয়সালকে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা শাহ আলম তিন দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলীয় বাসভবন থেকে আসামি প্রতারণা করে নিলামে কেনা গাছের বাইরে বিপুল সংখ্যক গাছ চুরি করেছেন। গুরুত্বপূর্ণ একটি স্থাপনার এসব গাছ চুরির সঙ্গে অন্য কেউ জড়িত আছেন কি না, থাকলে তারা কারা সে বিষয় জানা দরকার। এ জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার। সম্প্রতি উত্তরা গণভবনের ভেতরের কিছু মরা গাছ ও ডালপালা বিক্রির জন্য নিলাম বিজ্ঞপ্তি দেয় গণপূর্ত বিভাগ। রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত হওয়ায় গণপূর্ত বিভাগ বন বিভাগের কর্মকর্তাদের দিয়ে গাছগুলি শনাক্ত করে মূল্য নির্ধারণ করে। ঠিকাদার নির্ধারিত গাছের বাইরেও বেশ কিছু শতবর্ষী তাজা আমগাছ কেটে বাইরে নিয়ে যাচ্ছিল। জেলা প্রশাসন বিষয়টি জানার পর গাছকাটা বন্ধ করে দেয়। এ ঘটনায় গত ২৮ অক্টোবর সদর থানায় ঠিকাদার সোহেল ফয়সালের বিরুদ্ধে মামলা করেন জেলা প্রশাসনের সহকারী নাজির মো. মমতাজ আলী।

Share Button

     এ জাতীয় আরো খবর