গাইবান্ধার গোবিন্দগঞ্জে শনিবার মধ্যে রাতে দলীয় কোন্দলে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে পুলিশ সহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ৩৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপের কথা স্বীকার করেছে।
জানা গেছে, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটিতে ইউনিয়ন ছাত্রদল নেতা হামিদুলকে আহ্বায়ক করায় ত্যাগী নেতাদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। হামিদুল স্থানীয় সংসদ সদস্যর আশীর্বাদপুষ্ট। অপরদিকে ত্যাগী নেতারা পৌর মেয়র ও আওয়ামীলীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকারের পক্ষের । এ নিয়ে উভয় পক্ষের নেতা-কর্মিদের মাঝে গত রাতে সংঘর্ষ বাধে । সংঘর্ষ থামাতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৩৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশ সহ উভয় পক্ষের ১০ নেতা-কর্মি আহত হয়। আহত যাদের নাম পাওয়া গেছে তারা হলো ছাত্রলীগ নেতা মিজানুর, পীরজাদা কাইয়ুম, সোহেল, আব্দুল লতিফ ,আওয়ামীলীগ নেতা ও গুমানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান জগলুল রশীদ রিপন, সাবেক পৌর কাউন্সিলর মাজেদুল ইসলাম পুলিশ কনস্টেবল দেলোয়ার । এদিকে পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গোবিন্দগঞ্জ পৌর শহরে উভয় পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছিল।