বগুড়ায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
ডিটেকটিভ নিউজ ডেস্ক
বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় মোজাফ্ফর রহমান (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত মোজাফ্ফর রহমান উপজেলার বারআঞ্জুল দক্ষিনপাড়ার মৃত আবদুল মজিদের পুত্র। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার নয়মাইল স্ট্যান্ডে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। পুলিশ জানায়, মোজাফ্ফর রহমান নামের ওই বৃদ্ধ উপজেলার নয়মাইল স্ট্যান্ডে মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-১৪-১৪২৬) সজোরে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধিন অবস্থায় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।