গোবিন্দগঞ্জে অর্ধকোটি টাকার গাছ নামমাত্র মূল্যে বিক্রির অভিযোগ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
টেন্ডার ছাড়াই যোগসাজসের মাধ্যমে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রায় অর্ধকোটি টাকার গাছ নাম মাত্র মূল্যে বিক্রি করে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া বাঁধের সাপমারা ইউনিয়নের চকরহিমাপুর গ্রামের ৩ কিলোমিটার বিভিন্ন প্রজাতির গাছ নানা অনিয়ম করে নাম মাত্র মূল্যে বিক্রি করা হয়েছে। ফলে সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারিয়েছে। বনবিভাগ সূত্রে জানা গেছে ২০১৫ সালের ১৬ নভেম্বর ওই গাছ গুলো বিক্রির সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী টেন্ডার আহ্বান করা হয়। কিন্তু উপযুক্ত দর না পাওয়ায় সে সময় গাছ বিক্রি করা সম্ভব হয়নি। কিন্তু টেন্ডারের কথা বলা হলেও বনবিভাগ দরপত্র আহ্বানের কোন কাগজ-পত্রই দেখাতে পারেনি। এরপরেও কিসের ভিত্তিতে বনবিভাগ গোবিন্দগঞ্জের জনৈক শাহাদৎ হোসেন সবুজের নিকট নামমাত্র মূল্যে গাছ গুলো বিক্রি করলো এর কোন সুদত্তর বিভাগীয় বন অফিসের নিকট থেকে পাওয়া যায়নি। এদিকে শাহাদত হোসেন ওই নামমাত্র মূল্যে পরিশোধ করেই অর্ধকোটি টাকা মূল্যের হাজার হাজার গাছ কেটে নিয়ে যাচ্ছে। ক্রেতা শাহাদৎ হোসেন সবুজের নিকট গাছ ক্রয়ের কাগজপত্র দেখতে চাইলে সে জানায়, আপনারা কাগজ দেখার কে। কাগজ যেখানে দেখানোর সেখানে দেখাবো। তিনি আরো বলেন আপনারা গাছকাটা ঠেকাতে পারবেন না অতএব, আপনাদের যে কাজ সেটা করুন।
এনিয়ে বনায়ন প্রকল্পের সভাপতি আজমল হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন, গাছ কত টাকা কিভাবে বিক্রি হয়েছে তাও আমি সঠিক জানিনা। গাছগুলো যখন কাটতে শুরু করে তখনও আমাকে কেউ কিছু বলেনি। এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিলাব্রত কর্মকারের কাছে জানতে চাইলে তিনি জানালেন, বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ খবর নিয়ে আপনাদেরকে জানাবো।
এ ব্যাপারে সামাজিক বন বিভাগ রংপুরের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ এর নিকট জানতে চাওয়া হলে তিনি জানান, বিশেষ বিশেষ ক্ষেত্রে আনঅফিসিয়ালি কিছু কাজ করতে হয়। এটিও তার মধ্যে একটি। এছাড়া আমি আসার আগেই বিক্রির ঘটনা ঘটেছে। ফলে অনেক কিছুই আমার জানা নেই। আগের কর্মকর্তা এব্যাপারে ভাল বলতে পারবেন। এদিকে অর্ধ কোটি টাকা মূল্যের গাছ অনিয়ম করে বিক্রি করায় এলাকাবাসীর মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাঁধের উপরের গাছগুলো বাঁধ রক্ষায় যেমন ভুমিকা রাখত তেমনি সৌন্দর্য বর্দ্ধন করতো সেই সাথে পরিবেশের ভারসাম্য ও রক্ষা করতো। কিন্তু গাছখেকোরা সবাইকে ম্যানেজ করে গাছগুলো নির্বিঘেœ নিয়ে যাচ্ছে। পরিবেশবাদিরা অবিলম্বে উল্লেখিত বিষয়ে প্রযোজনীয় পদক্ষেপ সহ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।