ছয়তলা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
ডিটেকটিভ নিউজ ডেস্ক
স্বামীর সাথে কথা কাটাকাটির একপর্যায়ে ছয়তলা থেকে নিচে পড়ে গিয়ে রোজিনা বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার বার্মা কলোনির মান্নান সাহেবের বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে। রোজিনা একই এলাকার সাহাবউদ্দিনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জেলা পুলিশ মেডিকেল টিম-১ এর এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, স্বামীর সাথে কথা কাটাকাটির একপর্যায়ে এক গৃহবধূ ৬ তলার ছাঁদ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে মূমুর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কথা কাটাকাটির সময় ছাঁদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলেও ধারণা করছেন তিনি।