বরিশালে মাদক ব্যবসায়ীর কামড়ে ২ পুলিশ আহত
ডিটেকটিভ নিউজ ডেস্ক
ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটকের পর পুলিশের হাত থেকে পালানোর জন্য মাদক ব্যবসায়ীর কামড়ে থানার দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জেলার আগৈলঝাড়া উপজেলার তালবাজার এলাকায়। আটককৃত পাইকারী ইয়াবা ব্যবসায়ী হাসানাত সন্যামাতকে গতকাল শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, তালবাজার এলাকায় ইয়াবার বড় একটি চালান হাত বদল হওয়ার গোপন খবরে থানার এসআই দেলোয়ার হোসেন, এএসআই নেছার উদ্দিন, এএসআই মনির ও এএসআই জাহিদ সাদা পোষাকে ওই এলাকায় অবস্থান নেয়। মাদক ব্যবসায়িরা গত বৃহস্পতিবার সন্ধ্যায় তালবাজার এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্ঠা করে। এ সময় পুলিশ ধাওয়া করে বরিয়ালি গ্রামের আফজাল মাস্টারের পুত্র পাইকারী ইয়াবা ব্যবসায়ী হাসানাত সন্যামাতকে দেড়শ’ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন। এ সময় অপর দ্ইু ব্যবসায়ী পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারকৃত হাসানাত পুলিশের হাত থেকে পালিয়ে যাবার জন্য এএসআই মনির ও জাহিদের হাতে কামড় দিয়ে আহত করে। এ ঘটনায় এসআই দেলোয়ার হোসেন বাদি হয়ে গত বৃহস্পতিবার রাতে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানার মামলা দায়ের করেছেন।