গোবিন্দগঞ্জে জাতীয় পার্টির সভা অনুষ্ঠিত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি গোবিন্দগঞ্জ শাখার করনীয় শীর্ষক ও মাসিক আলোচনা সভা গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ কাজী মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্ব সাদেকুল ইসলাম প্রধান, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রাজ্জাক ও আবুল কালাম আজাদ, জাপা নেতা আলহাজ্ব নুরুল ইসলাম, ইয়াকুব আলী, মাসুদার রহমান, জয়দুল ইসলাম, সালজার রহমান,বাদশা মিয়া, আমিনুল, আতিক, সেকেন্দার আলী, আয়ুব,আনিছুর রহমান,ফেরদৌস, ইবনে ফজল প্রমুখ। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির একক প্রার্থী অধ্যক্ষ মশিউর রহমানকে বিজয়ী করার লক্ষ্যে সংগঠনকে আরো শক্তিশালী করার আহ্বান জানান। সেই সাথে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে বিজয়ী করার জন্য নিজ নিজ অবস্থান থেকে সব ধরণের সহযোগিতার আহ্বান জানান।