মৌলভীবাজারে প্যারা লিগ্যাল অফিসের কর্মীকে গণধর্ষণ : অটোরিক্সাসহ আটক-২
মশাহিদ আহমদ, মৌলভীবাজার
মৌলভীবাজারে প্যারা লিগ্যাল অফিসের অফিস সহায়ক (২২) যুবতী কর্মস্থল থেকে অটোরিক্সায় বাড়ী ফেরার পথে গণধর্ষণের ঘটনায় অভিযান চালিয়ে ঘটনার সময় ব্যবহৃত অটোরিক্সাসহ রাজনগর উপজেলার মনসুর নগর ইউনিয়নের দক্ষিণ চাটুরা গ্রামের চেরাগ মিয়ার পুত্র অটোরিক্সা চালক মোতাহির (৩০) ও টেংরা ইউনিয়নের টগরপুর গ্রামের কদর মিয়া পুত্র গিয়াস মিয়া (৩৪) গতকাল ভোরে অভিযান চালিয়ে আটক করেছে রাজনগর থানা পুলিশ। আটককৃতরা ঘঠনার সত্যতা স্বীকার করেছে বলে দাবী করছে পুলিশ। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বণিক জানান- আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। অপর সহযোগিকে আটকে অভিযান অব্যাহত আছে।