September 23, 2024, 2:25 am

সংবাদ শিরোনাম
জয়পুরহাটে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানব বন্ধন  পার্বতীপুরে পান বাজারের পান চাষে এগিয়ে আসছে বরজে চাষিরা,, পাচ্ছেন না কোন কৃষি ভর্তুকি জায়গা জমি সংক্রান্ত জেরে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি, থানায় জিডি চিলমারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন যাত্রী সেজে মাদকদ্রব্য বহন কালে ১০২ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ফয়জুল আজীম নোমান এর যোগদান জয়পুরহাটের ক্ষেতলালে শহীদ জিয়া ও সকল শহীদদের স্মরণে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে সংবাদ বিজ্ঞপ্তি কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে বিদ‌্যুৎস্পৃষ্টএক যুব‌কের মৃত্যু যশোরে বালিচাপা অবস্থায় প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

শাসক নয়, জনগনের সেবক হতে চাই: ইনু

শাসক নয়, জনগনের সেবক হতে চাই: ইনু

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, আমি শাসক নই, আমি জনগনের সেবক হতে চাই। আমার পরিচয়, আপনাদের ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্য। ৫ বছরের জন্য সেবা করার জন্য আমাকে নির্বাচিত করেছেন। তিনি বলেন, আমি মুক্তিযুদ্ধ, গনতন্ত্রের পক্ষে লোক। আমি সাম্প্রদায়িকতা, ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে। সন্ত্রাসী, জঙ্গীবাদের বিরুদ্ধে। আমি চায়, গনতন্ত্র অক্ষুন্ন করে, আসম্প্রদায়িক চেতনার একটি সোনার বাংলাদেশ গড়তে। তিনি গতকাল শুক্রবার দুপুর ১২টায় কুষ্টিয়ার ভেড়ামারার মাধ্যমিক পর্য্যায়ের সকল শিক্ষক, শিক্ষিকা, কর্মচারীদের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিতে গিয়ে উপর্যুক্ত কথা গুলো বলেন। এ সময় তিনি সকল মাধ্যমিক স্কুলগুলো জাতীয়করনের দাবী জানান। জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, সহকারী কমিশনার ভূমি রাসেল মিয়া, নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রিনা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ আবদুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি আলহাজ¦ মহসীন আলী, প্রধান শিক্ষক সমিতির সাধারন সম্পাদক রবিউল ইসলাম, ভেড়ামারা মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল জব্বার, ভেড়মারা সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, কফেজান নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম, সালাউদ্দীন প্রমুখ। এরআগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত বৃহস্পতিবার বিকালে তিনি প্রথম ভেড়ামারায় পৌঁছালে তাকে বরন করে নেয় হাজারো জাসদ নেতকর্মীরা। এরপর প্রায় সহ¯্রাধিক মোটর সাইকেলের বিশাল শোভাযাত্রার মাধ্যমে তিনি গোলাপনগরস্থ বাসভবনে যান। এরপর থেকেই রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি বিভিন্ন শ্রেনী পেশার হাসানুল হক ইনুকে ফুলেল শুভেচ্ছা জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর