চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে ব্যাংকার নিহত
ডিটেকটিভ নিউজ ডেস্ক
চট্টগ্রামে ডেমু ট্রেনে কাটা পড়ে এক ব্যাংকার নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বন্দরনগরীর হামজারবাগ রেল ক্রসিংয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী ডেমু ট্রেনে এ ঘটনা ঘটে। নিহত রাশেদ খান (৩৫) ওয়ান ব্যাংক মিরসরাই উপজেলার মিঠাছড়া ব্রাঞ্চে কর্মরত ছিলেন। রাশেদের সহকর্মী মো. আজাদুল হক জানান, ছেলেকে ডাক্তার দেখানোর জন্য অফিস থেকে ছুটি নিয়েছিলেন রাশেদ। সকালে ছেলেকে নিয়ে তিনি ঘুরতে বের হয়েছিলেন জানিয়ে আজাদুল বলেন, হামজারবাগ রেল ক্রসিং রিকশা করে হামজারবাগ রেল ক্রসিং পাড় হওয়ার সময় বিশ্ববিদ্যালয়গামী ডেমু ট্রেন রাশেদকে বহনকারী রিকশায় ধাক্কা দেয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।