সিরাজগঞ্জে ৪০ ভুয়া ইবতেদায়ী পরীক্ষার্থী আটক
ডিটেকটিভ নিউজ ডেস্ক

সিরাজগঞ্জের বেলকুচিতে অন্যের হয়ে ইবতেদায়ী সমাপনী পরীক্ষা দেওয়ার সময় ৪০ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার দেলুয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে তাদের আটক করা হয় বলে সহকারী কমিশনার (ভূমি) আফসানা ইয়াসমিন জানান। তিনি বলেন, স্থানীয় পাঁচটি মাদ্রাসা শিক্ষার্থীদের হয়ে পরীক্ষা দিতে আসা ৪০ জনকে দুপুরে আটক করে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাছে তুলে দেওয়া হয়। যাদের বেশিভাগই স্থানীয় মাদ্রাসার ষষ্ঠ ও সপ্তম শ্রেনির ছাত্র। এ ঘটনায় এনামুল হক সুমন নামে এক মাদ্রাসা শিক্ষককেও আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া বলে জানান সহকারী কমিশনার।