January 16, 2025, 11:49 am

সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ

মৌলভীবাজারে অনুপস্থিত আনসারের নামে টাকা উত্তোলন ! আনসার ও ভিডিপি কর্মকর্তাদের উপর মামলা দায়ের

মৌলভীবাজারে অনুপস্থিত আনসারের নামে টাকা উত্তোলন ! আনসার ও ভিডিপি কর্মকর্তাদের উপর মামলা দায়ের

মশাহিদ আহমদ, মৌলভীবাজার

মৌলভীবাজারে দুর্গাপূজার নিরাপত্তায় বিভিন্ন মন্ডপের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা সংশ্লিষ্ট মন্ডপে নির্ধারিত সংখ্যক অনসার না থাকার বিষয়টি সিসিতে উল্লেখ করা সত্তেও অনুপস্থিত আনসারের নামেও সম্মানীর টাকা উত্তোলন করার অভিযোগে মৌলভীবাজার সদর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষীকা (ভারপ্রাপ্ত) শিবলী রাণী সিনহা, রাজনগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছাঃ শামসুন্নাহার ও সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ছয়েফ উদ্দিনকে আসামী করে মৌলভীবাজার জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১নং আমল আদালতে মামলা (নং- ৬৩৫/১৭ইং (সদর), ধারা ৪০৬/৪২০ ও ৪১৭ দঃ বিঃ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ ১৯ নভেম্বর মৌলভীবাজার জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১নং আমল আদালতে পুজা ও পৌর নির্বাচন ও ইউপি নির্বাচনে ১,৯৫,৩৫০/ টাকা আন্তসাত এর অভিযোগে এ মামলাটি দায়ের করেন সাবেক আনসার কমান্ডার মোঃ ওমশেদ আলী। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ১৫ জানুয়ারী তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য জেলা আনসার ও ভিডিপি কর্মকর্ত কে নির্দেশ প্রদান করেছেন। জানা গেছে- মৌলভীবাজারে দুর্গাপূজার নিরাপত্তায় বিভিন্ন মন্ডপের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা সংশ্লিষ্ট মন্ডপে নির্ধারিত সংখ্যক অনসার না থাকার বিষয়টি সিসিতে উল্লেখ করা সত্তেও অনুপস্থিত আনসারের নামেও সম্মানীর টাকা উত্তোলন করা হয়। যে মন্ডপে কাগজে কলমে নির্ধারিত আনসারের সংখ্যা ৫ জন, সেখানে বাস্তবে ছিল আনসার ৩ জন। মন্ডপে দায়িত্ব পালণকারী পুলিশ কর্মকর্তা আনসার কম থাকার বিষয়টি প্রতিটি জেলার প্রায় অধিকাংশ এলাকার পুজা মন্ডপে  দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সিসিতে উল্লেখ করেন। তেমনি পুরো সম্মানীর টাকা উত্তোলন করেছেন জালিয়াতির মাধ্যমে সরকারের রিতিমত সাগর চুরি করেছেন আনসার ও ভিডিপি কর্মকর্তাগণ দুর্ণীতি ও অনিয়মকে সবচেয়ে বেশি আশ্রয় প্রশ্রয় দিয়েছেন- রাজনগর উপজেলা আনসার ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুনাহার, শ্রীমঙ্গল উপজেলার আনসারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুনা চৌধুরী, কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা নাসিমা বেগম, কুলাউড়া উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা মো. আব্দুল হাইসহ প্রায় সকল উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা। এ বছর জেলায় দুর্গাপূজায় ১ হাজার ৪২ টি মন্ডপ তৈরি হয়েছিল। ৭ হাজার আনসারদের মধ্যে অংগীভূত আনসাররদের সমমান বেতন ৪শত ৩৫ টাকা পাওয়ার কতা থাকলেও পাচ্ছে ৩শত ২০ টাকা। সাধারণ আনসারদের ভাতাসহ অন্যান্য সুবিধা পাওয়ার নিয়ম রয়েছে। রাজনগর উপজেলায় ১শত ১৮ টি পূজা মন্ডপ ছিলো। সেখানে খাতা পত্রে ৫শত ১০ জন আনসার দায়িত্ব পালন দেখানো হয়েছে। শ্রীমঙ্গলে ১শত ৬৬ টি মন্ডপে ৭শত ৯৮ জন আনসার খাতা পত্রে নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে ১শত ৭৫ জন আনসার কম ছিল। কমলগঞ্জে ১শত ৩০টি মন্ডপে ৬শত ৮৪ জন আনসার কাগজে পত্রে ডিউটি পালন করছে। কিন্তু ডিউটিতে অনুপস্থিত ছিল প্রায় ১শত ৭১ জন। কুলাউড়ায় ২শত ১২টি মন্ডপ ছিলো। কাগজে পত্রে ডিউটি পালন করছে ১ হাজার ১শত ৪৮ জন আনসার।  কিন্তু ডিউটিতে অনুপস্থিত ছিল প্রায় ৩শত ৩৩ জন আনসার।  এভাবেই জেলায় ১ হাজার ৪২টি পূজা মন্ডপে প্রায় ১৭ শত আনসারের নাম কাগজ পত্রে দেখিয়ে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছেন আনসার ভিডিপি কর্মকর্তা কর্মচারী। এভাবেই জেলার ৭ উপজেলার প্রায় প্রতিটি মন্ডপে কাগজে কলমে নির্ধারিত সংখ্যক আনসারের স্থলে ১ থেকে ৩ জন আনসার কম নিয়োগ দিয়ে বিভিন্ন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তারা জালিয়াতির মাধ্যমে আতœসাৎ করেছেন সরকারের লাখ লাখ টাকা। মৌলভীবাজার সদর উপজেলা, রাজনগর উপজেলা, কুলাউড়া উপজেলা ও শ্রীমঙ্গল উপজেলার ১৯টি পূজামন্ডপে নির্ধারিত সংখ্যক আনসার নেই। কর্তব্যরত আনসাররা দীর্ঘ সময়েও নির্ধারিত সংখ্যক আনসারকে সামনে উপস্থিত। সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে, কাগজে কলমে নির্ধারিত সংখক আনসার নিয়োগ দেখানো হলেও বাস্তবে অধিকাংশ মন্ডপেই নির্ধারিত সংখার চেয়ে কম আনসার নিয়োগ দেয়া হয়েছে। কাগজে কলমে সারা জেলায় ৭ হাজার আনসার নিয়োগ দেখানো হলেও, বাস্তবে তা ছিলনা। উল্লেখ্য- পূজা, ইউপি নির্বাচন, পৌর নির্বাচন ও সংসদ নির্বাচনে নিরাপত্তার জন্য আনসার নিয়োগে কারচুপির বিষয়টি অনেক পুরনো। এসব প্রতিটি ক্ষেত্রেই নিয়োগকৃত আনসারের সংখ্যা কাগজে কলমে যা দেখানো হয়, বাস্তবে থাকে তার চেয়ে কম। এই কম নিয়োগ দেয়া আনসারদের সম্মানীর টাকা জালিয়াতির মাধ্যমে আতœসাৎ করেন উপজেলা ও জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তারা। শুধু তাই নয়, নিয়োগ করার জন্যও আনসারদের কাছ থেকে উৎকোচ আদায় করা হয় নির্ধারিত হারে। ওই উৎকোচের অর্থও ভাগাভাগি হয় উপজেলা ও জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাদের মধ্যে। কিন্তু, নিয়োগ থেকে বাদ পড়ার ও কালো তালিকাভূক্ত হবার ভয়ে আনসাররা মুখ খোলার সাহস পাননা। এভাবেই সরকারের সাগর চুরি করে চলেছেন আনসার ও ভিডিপি কর্মকর্তারা।

Share Button

     এ জাতীয় আরো খবর