গোয়াইনঘাট প্রতিনিধি :
যতই নির্বাচনী সময় ঘনিয়ে আসছে ততই নির্বাচনী প্রচার প্রসারণা বেড়ে যাচ্ছে, আর কারাগার ও ভরপুর হচ্ছে। যেই উকি দিচ্ছে, নির্বাচনী প্রচারণায় যারই মাথা প্রকাশ হচ্ছে, তাকেই গ্রেফতার করা হচ্ছে। সারাদেশে বইছে গণগ্রেফতারের হাওয়া। তবে দেশের বৃহৎ উপজেলা, সিলেটের গোয়াইনঘাটে যেন ১টু বেশিই।সিলেট ৪ আসনে ধানের শীষের প্রচারণায় “গোলাম আম্বিয়া কয়েছ” শীর্ষে। তিনি যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি ও বর্তমান সিলেট জেলা জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক এবং গোয়াইনঘাট উপজেলা জমিয়তের যুগ্ম সম্পাদক পদে।
নভেম্বর মাসে উনাকে গোয়াইনঘাট থানা পুলিশ মিথ্যা মামলায় গ্রেফতার করে ১২দিন কারাবরণ করে জামিনে মুক্তি পান। মুক্তির পর ঘরে বসে থাকেন নি। নির্বাচনী প্রচারণায় শক্ত ভূমিকা পালন করেন। গত ২৫ ডিসেম্বর মঙ্গলবার রাত ১০টায় সিলেটের বটেশ্বর থেকে ঐক্যফ্রন্টের প্রার্থী দিলদার হুসেন সেলিমের গাড়ি থেকে গ্রেফতার করা হয়। একি রাত্রে গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়তের দায়ী সম্পাদক “আল-মনসুর” ডৌবাড়ি ইউনিয়নে ধানের শীষের এক উঠান বৈঠক থেকে গ্রেফতার করে গোয়াইনঘাট থানা পুলিশ।
প্রাইভেট ডিটেকটিভ/২৭ ডিসেম্বর ২০১৮/ইকবাল