June 22, 2025, 2:13 am

সংবাদ শিরোনাম
নরসিংপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেনো নিজেই রোগী চৌহালী উপজেলা স্বার্থ সংরক্ষণ পরিষদ এর পক্ষ থকে ৫ দফা দাবিতে স্বারক লিপি প্রদান জামায়াতের লক্ষ্য ইসলাম কায়েম –সহকারী সেক্রেটারী আব্দুল হালিম বেনাপোলে বিজিবি ৯লাখ ২০ হাজার টাকার জালনোট সহ ১জনকে আটক করেছে ক্ষেতলালে দীঘির পাড়া মহল্লায় সম্পত্তি দখলের অভিযোগ, তদন্তে ভূমি অফিস উখিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রথম ও দ্বিতীয় রাউন্ডের বির্তক প্রতিযোগিতা ৪ মাদক মামলার আসামী বিএনপির সেক্রেটারী! সেনাবাহিনীর অভিযানে লামায় অস্ত্র সরঞ্জামসহ আটক ৯ বামনায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছেন অফিসার ইনচার্জ হারুন অর রশীদ হাওলাদার উদীচীর অসমাপ্ত কাউন্সিল সম্পন্ন প্রতিনিধিদের ভোটে বদিউর সভাপতি, অমিত সাধারণ সম্পাদক নির্বাচিত

ক্রাইস্টচার্চে এক দিনেই নেই ১৪ উইকেট

ক্রাইস্টচার্চে এক দিনেই নেই ১৪ উইকেট

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

মাথার ওপর মেঘাচ্ছন্ন আকাশ। ঠান্ডা বাতাস আর সবুজ উইকেট। পেসারদের জন্য পোয়াবারো কন্ডিশন। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে সিরিজের দ্বিতীয় টেস্টে গতকাল এমন কন্ডিশন পেয়ে ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলেছেন দুই দলেরই পেসাররা। সারা দিনে পড়েছে মোট ১৪ উইকেট, আর দুই ইনিংস মিলিয়ে রান উঠেছে মাত্র ২৬৬!

সারা দিনে খেলা হয়েছে ৮২ ওভার। এর মধ্যে আগে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে তুলতে পেরেছে মাত্র ১৭৮। তবে প্রথম দিন শেষে কেন উইলিয়াসসনের দল কিন্তু হাসিমুখেই মাঠ ছাড়তে পেরেছে। শ্রীলঙ্কা যে বাকি ৩২ ওভার ব্যাটিং করে ৮৮ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে। সোজা কথায়, ক্রাইস্টচার্চে প্রথম দিনটা শুধুই পেসারদের। শ্রীলঙ্কার দুই পেসার সুরঙ্গা লাকমল ও লাহিরু কুমারা মিলে নিয়েছেন ৯ উইকেট। এর মধ্যে একাই ৫ উইকেট নিয়েছেন লাকমল।

দলীয় স্কোর ১০০ তোলার আগেই অলআউট হতে পারত নিউজিল্যান্ড। ৬৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছিল দলটি। টপ অর্ডারে রাভাল, লাথাম, উইলিয়ামসন, টেলরদের সবাই ব্যর্থ। ৬৫ বলে ৬৮ রানের দুর্দান্ত এক ইনিংসে এখান থেকে নিউজিল্যান্ডের স্কোর দেড় শ-র ওপাশে নিয়ে যান পেসার টিম সাউদি! সপ্তম উইকেটে বিজে ওয়াটলিংয়ের (৪৬) সঙ্গে ১০৮ রানের জুটি গড়ে সাউদি বুঝিয়ে দেন ব্যাটিংটা তিনি ভালোই পারেন। টেস্টে এটি তাঁর পঞ্চম ফিফটি। আসলে দিনটা যদি হয় পেসারদের তাহলে সেই কৃতিত্ব সাউদিরই বেশি।

শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নামার পর সাউদি ¯্রফে সুইংয়ে তছনছ করে দেন। ২১ রানের মধ্যে সফরকারি দলটির টপ অর্ডার গুঁড়িয়ে দেন সাউদি। তুলে নেন প্রথম তিন ব্যাটসম্যানকে। বাকি ১টি উইকেট কলিন ডি গ্র্যান্ডহোমের। অ্যাঞ্জেলো ম্যাথুস (২৭*) ও রোশান সিলভা (১৫*) মিলে শেষ পর্যন্ত প্রথম দিনটা পার করেছেন।

 

Share Button

     এ জাতীয় আরো খবর