September 22, 2024, 10:40 pm

সংবাদ শিরোনাম
জয়পুরহাটে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানব বন্ধন  পার্বতীপুরে পান বাজারের পান চাষে এগিয়ে আসছে বরজে চাষিরা,, পাচ্ছেন না কোন কৃষি ভর্তুকি জায়গা জমি সংক্রান্ত জেরে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি, থানায় জিডি চিলমারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন যাত্রী সেজে মাদকদ্রব্য বহন কালে ১০২ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ফয়জুল আজীম নোমান এর যোগদান জয়পুরহাটের ক্ষেতলালে শহীদ জিয়া ও সকল শহীদদের স্মরণে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে সংবাদ বিজ্ঞপ্তি কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে বিদ‌্যুৎস্পৃষ্টএক যুব‌কের মৃত্যু যশোরে বালিচাপা অবস্থায় প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

আ.লীগ কোনোদিনও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করেনি: ওবায়দুল কাদের

আ.লীগ কোনোদিনও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করেনি: ওবায়দুল কাদের

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২১ বছর আমরা ক্ষমতায় ছিলাম না। আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। পেছনের দরজা দিয়ে কোনোদিনও ক্ষমতায় আসার চেষ্টা আওয়ামী লীগ করেনি। গতকাল মঙ্গলবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা চৌরাস্তায় আয়োজিত নির্বাচনী পথসভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। নোয়াখালী-৩ আসনে নৌকার প্রার্থী মামুনুর রশীদ কিরণের পক্ষে নির্বাচনী পথসভায় বক্তব্য দেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে নির্বাচনের মাধ্যমে এসেছে, গণতন্ত্রের মাধ্যমে এসেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এই ৬৯ বছর বয়সে আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে, আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছি। আমরা বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতায় আসিনি। আমরা ক্ষমতায় এসেছি সংগ্রাম করে, আন্দোলন করে। আওয়ামী লীগ জনগণকে বিএনপির মতো ভুয়া বা মিথ্যা প্রতিশ্রুতি দেয় না দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি সব সময় দেশের জনগণকে ধোঁকা দিয়ে আসছে। অন্যদিকে আওয়ামী লীগ যতবারই নির্বাচিত হয়েছে, দেশে উন্নয়ন হয়েছে। বর্তমানে দেশে গণতন্ত্র আছে বলেই এত উন্নয়ন সম্ভব হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এ বি এম জাফর উল্লাহ, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সল ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর