June 22, 2025, 1:55 am

সংবাদ শিরোনাম
নরসিংপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেনো নিজেই রোগী চৌহালী উপজেলা স্বার্থ সংরক্ষণ পরিষদ এর পক্ষ থকে ৫ দফা দাবিতে স্বারক লিপি প্রদান জামায়াতের লক্ষ্য ইসলাম কায়েম –সহকারী সেক্রেটারী আব্দুল হালিম বেনাপোলে বিজিবি ৯লাখ ২০ হাজার টাকার জালনোট সহ ১জনকে আটক করেছে ক্ষেতলালে দীঘির পাড়া মহল্লায় সম্পত্তি দখলের অভিযোগ, তদন্তে ভূমি অফিস উখিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রথম ও দ্বিতীয় রাউন্ডের বির্তক প্রতিযোগিতা ৪ মাদক মামলার আসামী বিএনপির সেক্রেটারী! সেনাবাহিনীর অভিযানে লামায় অস্ত্র সরঞ্জামসহ আটক ৯ বামনায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছেন অফিসার ইনচার্জ হারুন অর রশীদ হাওলাদার উদীচীর অসমাপ্ত কাউন্সিল সম্পন্ন প্রতিনিধিদের ভোটে বদিউর সভাপতি, অমিত সাধারণ সম্পাদক নির্বাচিত

আবারো মাহিয়া মাহি

আবারো মাহিয়া মাহি

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

শুধু চলচ্চিত্রে অভিনয়ে নয়, নাচেও দর্শকদের অবাক করেছেন মাহিয়া মাহি। বেশ কয়েকটি ছবিতে আইটেম গানে দেখা গেছে তাকে। সবশেষ বদিউল আলম খোকনের পরিচালনায় ‘অন্ধকার জগৎ’ ছবিতে আইটেম গানে নেচেছেন এই তারকা। আবারো নতুন একটি ছবির আইটেম গানে দর্শকরা তাকে দেখতে পাবেন। মাহি গত শনিবার থেকে তার নতুন ছবি ‘অবতার’-এর আইটেম গানে অংশ নেন। ছবির নির্মাতা মাহমুদ হাসান শিকদার বলেন, এ গানের শিরোনাম ‘রঙিলা বেবি’। গত শনিবার এফডিসির চার নম্বর ফ্লোরে এর দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। ছবির গল্পের একটি অংশে দর্শকরা এ গানটি দেখতে পাবেন।

সেরা আয়োজনে গানটি চিত্রায়িত হচ্ছে। এ গানে পারফর্ম করার পাশাপাশি ছবিতে মাহি অভিনয়ও করেছেন। তিনি জানান, ‘রঙিলা বেবি’ গানটির কথা লিখেছেন তারেক তুহিন। সুর-সংগীত করেছেন আহমেদ হুমায়ূন এবং গানে কণ্ঠ দিয়েছেন ঐশী। গানের কোরিওগ্রাফি করছেন রোহান বিল্লাল। পুরোপুরি বাণিজ্যিক ঘরানার ছবি ‘অবতার’। এই ছবিতে নাচ, গান, ফাইট সবই থাকছে। ছবিটি আসছে নতুন বছরে মুক্তি পাবে। এ ছবিতে আমিন খানকে সমাজের অবতার হিসেবে দেখা যাবে। গত বছর ডিসেম্বরে পাবনায় ‘অবতার’ ছবির শুটিং শুরু হয়েছিল। এরপর দেশের বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে। এ ছবিতে মাহির নায়ক রুশো। আমিন খান, মাহি, রুশো ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন মিশা সওদাগর, সুব্রত প্রমুখ। এ ছবির বাইরে মাহি নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’ নামের নতুন একটি ছবির কাজও করছেন। ছবিটিতে তার নায়ক হিসেবে অভিনয় করছেন সাইমন সাদিক ও জয় চৌধুরী।

Share Button

     এ জাতীয় আরো খবর