June 22, 2025, 3:08 am

সংবাদ শিরোনাম
নরসিংপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র যেনো নিজেই রোগী চৌহালী উপজেলা স্বার্থ সংরক্ষণ পরিষদ এর পক্ষ থকে ৫ দফা দাবিতে স্বারক লিপি প্রদান জামায়াতের লক্ষ্য ইসলাম কায়েম –সহকারী সেক্রেটারী আব্দুল হালিম বেনাপোলে বিজিবি ৯লাখ ২০ হাজার টাকার জালনোট সহ ১জনকে আটক করেছে ক্ষেতলালে দীঘির পাড়া মহল্লায় সম্পত্তি দখলের অভিযোগ, তদন্তে ভূমি অফিস উখিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রথম ও দ্বিতীয় রাউন্ডের বির্তক প্রতিযোগিতা ৪ মাদক মামলার আসামী বিএনপির সেক্রেটারী! সেনাবাহিনীর অভিযানে লামায় অস্ত্র সরঞ্জামসহ আটক ৯ বামনায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছেন অফিসার ইনচার্জ হারুন অর রশীদ হাওলাদার উদীচীর অসমাপ্ত কাউন্সিল সম্পন্ন প্রতিনিধিদের ভোটে বদিউর সভাপতি, অমিত সাধারণ সম্পাদক নির্বাচিত

ধোনি ফিরলেন ভারত টি-টোয়েন্টি দলে

ধোনি ফিরলেন ভারত টি-টোয়েন্টি দলে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

ভারতের টি-টোয়েন্টি দলে ফিরলেন কিপার ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে দলে ছিলেন না তিনি। নেই অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজের দলেও। তবে জায়গা পেয়েছেন নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দলে।

ভারতীয় ক্রিকেট বোর্ড সোমবার অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে এবং নিউ জিল্যান্ড সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে।

ওয়ানডে দলে ফিরেছেন দিনেশ কার্তিক। আরেক কিপার ব্যাটসম্যান রিশাব পান্তের জায়গায় দলে এসেছেন তিনি। ওয়ানডে দলের নিয়মিত মুখ কেদার যাদব জায়গা পেয়েছেন টি-টোয়েন্টি দলেও। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

কেদার ও হার্দিক ফেরায় টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন শ্রেয়াস আয়ার ও ওয়াশিংটন সুন্দর। মনিশ পান্ডে ও উমেশ যাদব নেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের কোনো দলেই।

দুই সংস্করণেই দলে আছেন জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ খলীল। ওয়ানডে দলে তাদের সঙ্গী হবেন আরেক পেসার মোহাম্মদ শামি।

ভারত দল: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), অম্বাতি রাইডু (ওয়ানডেতে), দিনেশ কার্তিক, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), রিশাব পান্ত (টি-টোয়েন্টিতে), হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া (টি-টোয়েন্টিতে), রবীন্দ্র জাদেজা (ওয়ানডেতে), ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি (ওয়ানডেতে), কুলদীপ যাদব, যুজবেন্দ্র চেহেল, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ খলীল।

Share Button

     এ জাতীয় আরো খবর