আবু বক্কর সিদ্দিক সুন্দরগঞ্জ (গাইবান্ধা ) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নজরুল প্রি-ক্যাডেট স্কুল, শিবরাম বরাবরের ন্যায় এবারেও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার (পিইসি) ফলাফলে শীর্ষে রয়েছে।
সোমবার প্রকাশিত ফলাফলে জানা যায়, চলতি বছর অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সুনামধন্য এ প্রতিষ্ঠানের ৪১জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে শতভাগ সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। প্রকাশিত এ ফলাফলে জিপিএ ৫ (তথা এ প্লাস) পেয়েছে ৪০ জন। আর অপর শিক্ষার্থী পেয়েছে জিপিএ ৪ দশমিক ৮৩।
উল্লেখ্য, বিগত ২০১০ইং সালে প্রথমবারের মতো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সে বছরের ফলাফলে রাজশাহী বিভাগে সেরা দশের মধ্যে নবম স্থান অধিকার করে প্রতিষ্ঠানটি তখন থেকে শীর্ষ ফলাফল অর্জন করে পথ চলা অব্যাহত রেখেছে বলে জানা গেছে।
প্রাইভেট ডিটেকটিভ/২৪ ডিসেম্বর ২০১৮/ইকবাল