October 14, 2024, 3:20 pm

সংবাদ শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ভুল পথে কেন (পর্ব- ১২) মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ জয়পুরহাটের ক্ষেতলালে ৪০টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা চার দিনের টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

দুই আন্তর্জাতিক উৎসবে ‘কমলা রকেট’

দুই আন্তর্জাতিক উৎসবে ‘কমলা রকেট’

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ভারতের দুটি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে নূর ইসলাম মিঠু নির্মিত চলচ্চিত্র ‘কমলা রকেট’। ভারতের চেন্নাইয়ে শুরু হতে যাচ্ছে ৭ দিনব্যাপী ‘১৬তম চেন্নাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। আজ ১৩ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এ উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের প্রশংসিত চলচ্চিত্র ‘কমলা রকেট’। অন্যদিকে, একই মাসে মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য ১৭তম থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভালেও প্রদর্শিত হবে চলচ্চিত্রটি। সপ্তাহব্যাপী এ উৎসবটি শুরু হবে ১৪ ডিসেম্বর। উৎসবের শেষ দিন ২০ ডিসেম্বর ছবিটি ‘স্পেক্ট্রাম এশিয়া’ বিভাগে দেখানো হবে। চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম সূত্রে খবরটি নিশ্চিত হওয়া গেছে। কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বণে ‘কমলা রকেট’-এর চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও মিঠু। ছবির গল্পে দেখা গেছে ‘কমলা রকেট’ মূলত একটি স্টিমারের নাম। এই স্টিমারটির গল্পই বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে বিশ্বব্যাপি। চলচ্চিত্রটির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ। এ ছবিতে ‘দালাল’ চরিত্রে হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নূর ইমরান মিঠু নির্মিত প্রথম চলচ্চিত্র এটি। প্রথম চলচ্চিত্রেই দেশে ও বিদেশে প্রশংসা কুড়িয়েছেন এ নির্মাতা। তিনি বলেন, “গেল অক্টোবরে ‘কমলা রকেট’ নিয়ে প্রথম গেলাম শ্রীলঙ্কায়। সেখানে ‘জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ ‘কমলা রকেট’ ‘বেস্ট ডেব্যু ডিরেক্টর’-এর পুরস্কার অর্জনের পাশাপাশি বেশ প্রশংসিতও হয়েছে। এরপর নভেম্বরে গোয়া ফিল্ম ফেস্টেভ্যালেও ছবিটি খুব প্রশংসিত হয়েছে। আন্তর্জাতিক আসরে পুরস্কার প্রাপ্তির চেয়ে প্রশংসা পাওয়াই আমার জন্য বড় প্রাপ্তির বিষয়। চলতি বছর ১৬জুন বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কমলার রকেট’। তৌকির-মোশাররফ ছাড়াও এ ছবিতে আরো অভিনয় করেছেন জয়রাজ, সামিয়া সাঈদ, সেওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ, আবু রায়হান রাসেল প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর