চট্টগ্রামে ইউএনও’র হস্তক্ষেপে মাদ্রাসাছাত্রীর বাল্যবিবাহ বন্ধ
ডিটেকটিভ নিউজ ডেস্ক
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুরে গত সোমবার দিবাগত রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুর রহমানের হস্তক্ষেপে হাশিমপুর মকবুলিয়া মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্রী নাজমুন সুলতানা ঈশার (১৫)এর বাল্য বিবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। জানা যায় ওইদিন রাতে উত্তর হাশিমপুর জোর পুকুর পাড় এলাকার জাহাঙ্গীর আলমের মাদ্রাসায় পড়-য়া মেয়ে নাজমুন সুলতানার (১৫)্র সাথে একই এলাকার মোজাহের পাড়ার রফিক হাজীর ছেলে সুমন(২০)্এর বিবাহ অনুষ্ঠান চলছিল কনের বাড়ীতে। বাল্য বিবাহের গোপন সংবাদ পেয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে পৌছলে বর ও কনের অভিভাবকরা পালিয়ে যায়,্এবং বাল্য বিবাহ বন্ধ করে দেন। এ ব্যাপারে ইউএনও ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং বাল্য বিবাহের অপরাধে বর ও কনের অভিভাবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।