৩৪৫০ টাকায় সোলার সিস্টেম
ডিটেকটিভ নিউজ ডেস্ক
মাত্র ৩৪৫০ ঢাকায় সোলার সিস্টেম পাওয়া যাচ্ছে অথবা ডটকমে। এটি এক্সপার্ট সোলার সিস্টেমের তৈরি। যা বিক্রি ও পরিবেশন করছে আরএফএল।
এতে ৬ ভোল্টের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। দিনের বেলায় জানালা, বারান্দা কিংবা ছাদে রেখে দিলেও এতে চার্জ হবে। সম্পূর্ণ চার্জ হলে এতে ৩ টি এলইডি বাতি এবং একটি ইউএসবি ফ্যান চালানো যাবে। এছাড়াও এটি পাওয়ার ব্যাংক হিসেবেও কাজ করবে।
ডিভাইসটিতে চার্জার লাইট হিসেবেও কাজ করবে।
যদি আপনি তিনটি তিন ওয়াটের এলইডি লাইট ব্যবহার করেন তবে এতে ২ ঘণ্টা ব্যাকআপ পাবেন। অন্যদিকে তিন ওয়াটের একটি বাতি জ্বালালে ৫ থেকে ৬ ঘণ্টা ব্যাকআপ পাবেন।
সোলার সিস্টেমটিতে ৬ মাসের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে।