October 14, 2024, 11:21 am

সংবাদ শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ভুল পথে কেন (পর্ব- ১২) মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ জয়পুরহাটের ক্ষেতলালে ৪০টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা চার দিনের টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

সমঝোতায় অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট

সমঝোতায়  অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

হলিউড সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের আপাতত আর আদালতে যেতে হচ্ছে না। কারণ নিজেদের ছয় সন্তানের অভিভাবকত্ব নিয়ে সৌহার্দ্যপূর্ণ সমঝোতায় পৌঁছেছেন তারা। জোলির আইনজীবী সামান্থা বেলি দিজিয়ান এক বিবৃতিতে বলেন, শিশুদের হেফাজত নিয়ে দু’সপ্তাহ আগে উভয়পক্ষ সমঝোতায় পৌঁছান। এতে জোলি, পিট ও বিচারক সাক্ষর করেন। কিন্তু এতে কি শর্ত রয়েছে তা গোপন রাখা হয়েছে। ছয় সন্তানের অভিভাবকত্ব নিয়ে মামলা শুরুর কথা ছিল তাদের। বিবিসি জানায়, আগামি ৪ঠা ডিসেম্বর শিশুদের অভিভাবকত্ব নিয়ে উভয়ের আদালতে মামলা শুরুর কথা ছিল। কিন্তু এখন আর তা করতে হচ্ছে না।

জোলি এককভাবে শিশুদের দায়িত্ব নিতে চাচ্ছিলেন। কিন্তু পিট চাচ্ছিলেন ভাগাভাগি করতে। ব্র্যাঞ্জেলিনা নামে পরিচিতি পাওয়া এই জুটি ২০০৪ সালে মি. অ্যান্ড মিসেস স্মিথ ছবির সেটে পরিচিত হন এবং এরপর তারা বিয়ের আগ পর্যন্ত ১০ বছর একসঙ্গে ছিলেন। ২০১৪ সালে তারা বিয়ে করেন। পরে ২০১৬ সালের সেপ্টেম্বরে তাদের ১১ বছরের যৌথ এবং দু’বছরের বিবাহিত জীবনের ইতি টানার ঘোষণা দেন। তাদের ছয় সন্তানের মধ্যে তিনজন দত্তক নেয়া। তাদের বয়স ১০ থেকে ১৭ বছরের মধ্যে।

Share Button

     এ জাতীয় আরো খবর