October 14, 2024, 11:20 am

সংবাদ শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ভুল পথে কেন (পর্ব- ১২) মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ জয়পুরহাটের ক্ষেতলালে ৪০টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা চার দিনের টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

মুক্তিযুদ্ধের ১৬ ছবি চ্যানেল আইতে

মুক্তিযুদ্ধের ১৬ ছবি চ্যানেল আইতে

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

বিজয়ের মাসের অনুষ্ঠানমালায় চ্যানেল আইয়ের আয়োজনে থাকবে ইমপ্রেস টেলিফিল্মের ১৬টি মুক্তিযুদ্ধের চলচ্চিত্র। ছবিগুলো প্রচার হবে আজ থেকে প্রতিদিন বিকেল ৩টা ৫ মিনিটে। আর শুধু বৃহস্পতিবার বিকেল ৩টা ৩০ মিনিটে। এ ধারাবাহিকতায় শনিবার থেকে একেক শনিবার বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার নির্ধারিত ছবি যথাক্রমে ‘টু বি কন্টিনিউড’। পূর্ণিমা, তাহসান অভিনীত ছবিটি পরিচালনায় রয়েছেন ইফতেখার আহমেদ ফাহমি। ‘৭১-এর মা জননী’ ছবিতে অভিনয় করেছেন নিপুণ ও আগুন, পরিচালনায় শাহ আল কিরণ। হুমায়ূন আহমেদ নির্মিত ‘আগুনের পরশমণি’ ছবিতে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, বিপাশা হায়াত, আবুল হায়াত, ডলি জহুর প্রমুখ। রোববার প্রচার নির্ধারিত তাহের শিপনের পরিচালনায় ‘৭১-এর নিশান’ ছবিতে দেখা যাবে ফজলুর রহমান বাবু, মুনিরা মিঠুকে।

ফেরদৌস, মৌসুমি অভিনীত ‘ধ্রুবতারা’ পরিচালনায় রয়েছেন চাষী নজরুল ইসলাম। ‘পোস্ট মাস্টার ৭১’ ছবিটি পরিচালনা করেছেন আবীর খান ও শামীম। এ ছবিতেও অভিনয় করেছেন ফেরদৌস, মৌসুমী। সোমবার প্রচার নির্ধারিত মুশফিকুর রহমান গুলজারের পরিচালনায় ‘লাল সবুজের সুর’ ছবিতে দেখা যাবে মৌসুমী, ওমর সানীকে। হুমায়ূন আহমেদের ‘শ্যামল ছায়া’তে অভিনয় করেছেন রিয়াজ, শাওন, হুমায়ুন ফরীদি, আবুল হায়াত প্রমুখ। মঙ্গলবার প্রচার নির্ধারিত রাবেয়া খাতুনের গল্পে ‘মেঘের পরে মেঘ’ ছবিতে দেখা যাবে রিয়াজ, পূর্ণিমা, মাহফুজকে। পরিচালনা করেছেন চাষী নজরুল ইসলাম। শহীদুল ইসলাম খোকনের ‘লাল সবুজ’ ছবিতে অভিনয় করেছেন মাহফুজ, শিমলা প্রমুখ। বুধবার প্রচার নির্ধারিত ‘জয়যাত্রা’ পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। এ ছবিতে অভিনয় করেছেন বিপাশা হায়াত, আজিজুল হাকিম, মাহফুজ আহমেদ, হুমায়ুন ফরীদি প্রমুখ। মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘আমার বন্ধু রাশেদ’ ছবিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, আরমান পারভেজ মুরাদ, হুমায়রা হিমু প্রমুখ। পরিচালনায় মোরশেদুল ইসলাম। বৃহস্পতিবার প্রচার নির্ধারিত শায়লা, মাসুদ আখন্দ অভিনীত ‘পিতা’ ছবিটি পরিচালনায় রয়েছেন মাসুদ আখন্দ। নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর ‘গেরিলা’ ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস, শম্পা রেজা, এটিএম শামসুজ্জামান প্রমুখ। শুক্রবার প্রচার নির্ধারিত ‘কারিগর’ ছবিটি পরিচালনা করেছেন আনোয়ার শাহাদাত। এ ছবিতে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, জয়ন্ত চট্টোপাধ্যায়, রানি সরকার প্রমুখ। ফরিদুর রেজা সাগরের গল্পে নির্মিত ‘অমি ও আইসক্রিমঅলা’ ছবিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, আগুন, পাপিয়া, মিছিল প্রমুখ। পরিচালনায় সুমন ধর।

Share Button

     এ জাতীয় আরো খবর