যে কারণে আলিয়াকে নিয়ে ডাক্তারের কাছে রণবীর
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
আলিয়া ভাটের সঙ্গে রণবীর কাপুরের প্রেমের কথা এখন আর কারো অজানা নেই। তাদের বিয়ে নিয়েও আলোচনা শোনা যাচ্ছে। এরইমধ্যে আলিয়া ভাটকে নিয়ে রণবীর কাপুরের ডাক্তারের কাছে যাওয়ার একটি ছবি ক্যামেরাবন্দি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি পোস্ট হওয়ার পরই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। এরপর থেকে আলিয়া-রণবীরকে নিয়ে ভক্তদের মধ্যে নানা প্রশ্ন ডালাপালা মেলছে। কেউ কেউ বলছেন, মানুষ হিসেবে আলিয়া অসুস্থ হতেই পারেন। আর প্রেমিক হিসেবে তাকে ডাক্তারের কাছে নেওয়াটা রণবীরের দায়িত্বশীলতার পরিচয় বহন করে। তবে, অনেক নেটিজেন এটা মানতে নারাজ।
তারা আলিয়ার এই ডাক্তারের কাছে যাওয়াটা ‘ভিন্ন’ চোখে দেখছেন। অবশ্য ভারতীয় গণমাধ্যম বলছে, আগামি ছবি ‘ব্রহ্মাস্ত্র’র শুটিং চলাকালীন মঙ্গলবার রাতে চোট পান আলিয়া। আর সে কারণেই তাকে নিয়ে চিকিৎসকের কাছে ছোটেন রণবীর। ছবি দেখে বেশ বোঝা যাচ্ছে রণবীর এখন আলিয়ার প্রতি যথেষ্ট যতœশীল। এদিন ডাক্তারের চেম্বার থেকে বের হওয়ার সময় আলিয়াকে কিন্তু বেশ মনমরা দেখাচ্ছিল।