সুইমসুটে হট ফটোশ্যুট
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
সুইমসুটে হট ফটোশ্যুট, আবার ভাইরাল হলো এষা গুপ্তর ছবি। মাস খানেক আগে টপলেস শুটের পোস্ট করার জন্য সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী এষা গুপ্তকে ট্রোলড হতে হয়েছিল। বিতর্কিত কমেন্টগুলো পোস্ট থেকে মুছে ফেললেও নিজের ছবিগুলো ইনস্টাগ্রাম থেকে সরাননি এষা। ফের সুইমসুটে সাহসী ফোটোশুট করিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় এষার নতুন ছবি পোস্ট হতেই কিন্তু ভাইরাল। ২০১২ সালে ‘জান্নত টু’ ছবিতে বলিউডে ডেবিউ করেন এষা গুপ্ত। উল্লেখ্য, এ বছর মিলন লুথরিয়া পরিচালিত ‘বাদশাহো’ ছবিতেও দেখা যাবে প্রাক্তন মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এষা গুপ্তকে।
এই ছবিতে একই সঙ্গে দেখা যাবে অজয় দেবগণ, এমরান হাসমি, ইলিয়ানা ডি’ক্রুজ এবং সঞ্জয় মিশ্রকেও।