October 14, 2024, 5:20 am

সংবাদ শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ভুল পথে কেন (পর্ব- ১২) মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ জয়পুরহাটের ক্ষেতলালে ৪০টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা চার দিনের টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

ভিন্ন রকম ভাবনা

ভিন্ন রকম ভাবনা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

চলতি সময়ের জনপ্রিয় মডেল অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। দর্শকের কাছে বরাবরই তার আবেদনের কমতি নেই। ভাবনা মানেই অন্যরকম কিছু। তার অভিনীত নাটকগুলোর প্রতিও দর্শকের দারুণ চাহিদা রয়েছে। তিনি নিজেও বিভিন্নভাবে দর্শকের সামনে নিজেকে উপস্থাপন করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। প্রতিটি নাটকে তার চরিত্রে থাকে ভিন্নতা। নাগরিক টিভির ‘জোসনাময়ী’ ধারাবাহিকে তিনি অভিনয় করছেন একজন প্রতিবাদী নারীর চরিত্রে। জীবনযুদ্ধে স্ট্রাগল করা একটি মেয়ে।

বাংলাভিশনে প্রচারে হচ্ছে ভাবনা অভিনীত ‘জায়গীর মাস্টার’ শিরোনামের একটি ধারাবাহিক। এটিতে তিনি অভিনয় করছেন মালেকা বানু নামের চরিত্রে। এটি কমেডি গল্পের একটি নাটক বলে জানান তিনি। সম্প্রতি একটি একক নাটকে পুলিশ সার্জেন্ট চরিত্রে অভিনয় করেছেন তিনি। ভাবনা বলেন, একজন শিল্পী বিভিন্ন চরিত্র ধারণের মধ্য দিয়ে দর্শকের সামনে আসবেন। একই চরিত্রে বারবার একজন শিল্পীকে দর্শক গ্রহণ করে না। আমি সব সময় চেষ্টা করি আমার চরিত্রে যেন নতুন কিছু থাকে। না হয় দর্শক কেন সেটি দেখবে। দর্শককে দেখার মতো যদি কোনো উপাদান না থাকে সেই কাজ না করাই ভালো। অভিনয়ের পাশাপাশি ভাবনা তার দ্বিতীয় উপন্যাস লেখা নিয়েও ব্যস্ত আছেন।

ভাবনা বলেন, আমার প্রথম উপন্যাসটির জন্য সবার কাছ থেকে অনেক বেশি ভালোবাসা পেয়েছি। দ্বিতীয় উপন্যাসেও সবার জন্য চমক রাখতে চাই। তবে এটির লেখা এখনো প্রাথমিক পর্যায়ে আছে। গেল গ্রন্থমেলায় ভাবনা প্রকাশ করেন তার প্রথম উপন্যাস ‘গুলনেহার’। পাঠক মহলে এটি দারুণ প্রশংসিত হয়। পরে তিনি এটি দিয়ে টেলিছবিও নির্মাণ করেন। সেটিও দর্শকের মধ্যে সাড়া ফেলে। একজন বৃদ্ধার গল্প নিয়ে গুলনেহার উপন্যাসটি রচিত হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর