January 13, 2025, 11:02 pm

সংবাদ শিরোনাম

সরকারের সিদ্ধান্তকে শ্রদ্ধা করা প্রত্যেক মন্ত্রীর দায়িত্ব : নৌমন্ত্রী

সরকারের সিদ্ধান্তকে শ্রদ্ধা করা প্রত্যেক মন্ত্রীর দায়িত্ব : নৌমন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক                          

 

 মন্ত্রিসভার সদস্য হিসেবে সরকারের যেকোনো সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রত্যেক মন্ত্রীর দায়িত্ব বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গতকাল শুক্রবার সকালে মাদারীপুরে আড়িয়াল খাঁ নদের তীর ঘেঁষে নির্মাণাধীন ওয়াকওয়ে পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন নৌমন্ত্রী শাজাহান খান বলেন, আমরা যেহেতু মহাজোট সরকার, এখানে নানা দলের নানা মত থাকবেই তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিতে পারে তবে আমি মনে করি, সরকারের যেকোনো সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রত্যেক মন্ত্রীর দায়িত্ব মন্ত্রিসভার সদস্য হিসেবে সরকারের সিদ্ধান্তকে ধারণ করাই মন্ত্রীদের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন নৌমন্ত্রী বলেন, ক্ষেত্রে এমন কোনো বক্তব্য আসা উচিত নয়, যা জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে, বিরোধী দলের জন্য আলোচনার পুঁজি হয় আওয়ামী লীগের ক্ষমতায় আসা প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বক্তব্যের বিষয়ে নৌমন্ত্রী বলেন, এটা সরকারের বক্তব্য নয়, তাঁর (ইনু) ব্যক্তিগত দলের বক্তব্য সময় জেলা প্রশাসক (ডিসি) ওয়াহিদুল ইসলাম, পুলিশ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন পরে মন্ত্রী মাদারীপুর সার্কিট হাউসে অনুভব বহুমুখী সমবায় সমিতির পরিচিতি সভায় যোগ দেন

Share Button

     এ জাতীয় আরো খবর