December 26, 2024, 6:37 pm

সংবাদ শিরোনাম
প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বেনাপোল স্থলবন্দর হ্যাল্ডিং শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ঝিকরগাছা উপজেলায় যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা শার্শার উলশী ইউনিয়ন ভিত্তিক ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত সাজাভোগের শেষে ভারত থেকে দেশে ফিরলো ২৬ বাংলাদেশি পুরুষ -নারী বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা

রাবি ও রুয়েট এর শিক্ষকসহ ইয়াবা চক্রের ৪৪ জনের নাম সম্বোলিত প্রতিবেদন স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের

রাবি ও রুয়েট এর শিক্ষকসহ ইয়াবা চক্রের ৪৪ জনের নাম সম্বোলিত প্রতিবেদন স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)ও প্রযুক্তি-প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা অঙ্গনে (ইয়াবা) মাদক চক্রের সাতজন শিক্ষকসহ ৪৪ জন কর্মকর্তা-কর্মচারী ছাত্র-ছাত্রীর নামের তালিকা দ্রুত পদক্ষেপ বিবিধ  হেতুবাদ এবং মন্তব্য সম্বোলিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা ও মাদক বিষয়ক বিভাগ।গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে যাচাই-বাছাইকৃত চূড়ান্ত প্রতিবেদনটি চলতি মাসেই প্রধান মন্ত্রীর কার্যালয় হয়ে নির্দেশনা মতে মেট্রোপলিটন পুলিশ কমিশনার এর দফতরে এসে পৌছেছে।

তথ্যসূত্রে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল-প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনে (ইয়াবা)মাদক চক্রের তালিকার মধ্যে রাবি’র ছয়জন শিক্ষক আট জন কর্মকর্তা-কর্মচারী এগারো জন ছাত্রলীগ নেতা ও তিনজন সাবেক ছাত্রদল নেতা-কর্মী এবং রুয়েট শাখার একজন শিক্ষক দুইজন ছাত্রী ও সাতজন কর্মকর্তা-কর্মচারীর নাম রয়েছে।একই সাথে বিভাগীয় রাজশাহীর অন্তর্গত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চারজন কর্মকর্তার নামও উল্লেখ্য করা হয়েছে।

উল্লেখিতরা হচ্ছেন,গন সংযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সেলিম রেজা নিউটন ড.মুস্তাক আহম্মেদ আই বি এ’র সহযোগী অধ্যাপক মোহাম্মদ হাসনাত আলী লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক স্বপ্নীল রহমান মৃৎ শিল্প ও ভাস্কর্য বিভাগের সহযোগী অধ্যাপক মো: আব্দুস সালাম চিত্র-প্রাচ্যকলা ও ছাপ চিত্র বিভাগের সহকারী অধ্যাপক মো:আমিরুল ইসলাম।কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হিসাব শাখার সহকারী রেজিষ্টার মাহমুদুর রহমান বীমা ইউনিটের সেকশন অফিসার এ বি এম শাহীন মেডিক্যাল সেন্টারের বার্তাবাহক রবিউল সরকার প্রশাসন ভবনের নিম্ন সহকারী মাসুদ ফলিত গণিত বিভাগের ল্যাব এ্যাটেনডেন্ট তৌহিদুল ইসলাম কালু ষ্টুয়ার্ড শাখার প্রহরী মো: লালন হিসাব শাখার উচ্চমান সহকারী বোরহান উদ্দিন শহীদ স্মৃতি সংগ্রহশালার নিম্নমান সহকারী সুগার এবং এগারোজন নেতা-কর্মীর মধ্যে ক্রমা সায়েন্স বিভাগের ছাত্রলীগ সহ-সভাপতি আকতারুল ইসলাম আসিফ ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রলীগ নেতা আবু খায়ের মোস্তফা রিনেট বাংলা ও সাহিত্য বিভাগের ছাত্রলীগ নেতা তাওশিন তাজ দর্শন বিভাগের ছাত্রলীগ সহ-সভাপতি রবিউল আউয়াল মিল্টন ব্যাংকিং ও ফিন্যান্স বিভাগের ছাত্রলীগ সহ-সভাপতি এরশাদুর রহমান রিফাত আইন অনুষদ বিভাগের ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম বিজয় লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের বহিস্কৃত ছাত্রলীগকর্মী শরিফুল ইসলাম সাদ্দাম রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বহিস্কৃত নেতা অনিক মাহমুদ বনি ফোকলোর বিভাগের ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময় ও সহ-সভাপতি রেজওয়ানুল হক হৃদয় এবং ছাত্রদল নেতা কর্মীদের মধ্যে ফিন্যান্স বিভাগের শফিক আইন বিভাগের সেলিম গনযোগাযোগ বিভাগের নাজমুল ইসলাম পলাশ মৃৎশিল্প বিভাগের পল্লব গুহ গ্রাফিক্স ও ভাস্কর্য বিভাগের মাহমুদুল হাসান মুন্না এবং পরিসংখ্যান বিভাগের এহসানের নাম রয়েছে।

প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার অভিযুক্তদের মধ্যে রয়েছে পুর কৌশল  বিভাগের অধ্যাপক কামরুজ্জামান রিপন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক শাহনেওয়াজ সরকার শেডু সংস্থাপন শাখার কম্পিউটার অপারেটর মুরাদ হোসেন রাজিব হাসান রনি জুনিয়র অফিসার (সিভিল)’র আকতারুজ্জামান এম এল এস এস (সিভিল)’র এস এম জাকির হোসেন (সি এস ই)র আসাদুজ্জামান লাইব্রেরী শাখার আশিক উল্লাহ ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের  ২০১২ সিরিজ (শেখ হাসিনা হল রুম নং ১১১)’র একজন ছাত্রীসহ অপর একজন ছাত্রীর নাম উল্লেখ্য করা হয়েছে।

পক্ষান্তরে,গোয়েন্দার তথ্যে যাচাইকৃত ও চূড়ান্ত এই প্রতিবেদনে (ইয়াবা) মাদক চক্রে অভিযুক্ত বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট শিক্ষকসহ অনেকে এটাকে অপরাজনীতি ও ব্যক্তিক প্রতিহিংসার শিকার বলে মন্তব্য করেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর