December 2, 2024, 3:26 am

সংবাদ শিরোনাম
৩ আগস্ট মৌলভীবাজারে কর্মসূচি ছিল না, এদিনের ঘটনায়ও মামলা! যশোরে বাংলাদেশ ক্যাডেট সেফটি ফাউন্ডেশনের শুভ উদ্ভোদন ফুলছড়া চা বাগান মাঠে গারোদের ঐতিহ্যবাহী অনুষ্ঠান ওয়ানগালা উৎসব পালিত নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড মৌলভীবাজারে সাধারণ মানুষের মধ্যে মামলা ভীতি : স্বস্তির বদলে আতঙ্ক কালিয়াকৈর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে কারওয়ান বাজার থেকে সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেপ্তার কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা অফিসে থাকা-খাওয়ার সুব্যবস্থা রয়েছে সার্বভৌমত্ব-সরকারের নিরাপত্তা ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বর্তমান সরকারকে শক্তিশালী না করলে দেশবাসী নিরাপত্তাহীনতা ভুগবে .লে. কর্ণেল (অব.) খন্দকার ফরিদুল আকবর নবী সা. এর সীরাত-ই আমাদের জীবনের পাথেয়: শায়খুল হাদীস আতাউর রহমান

এম্বুলেন্সে রোগীর পরিবর্তে গাঁজা!

এম্বুলেন্সে রোগীর পরিবর্তে গাঁজা!

ডিটেকটিভ নিউজ ডেস্ক

যে এম্বুলেন্সে মুমূর্ষু রোগী বহন করা হয় সেখানে কি-না পাওয়া গেল গাঁজা! তাও আবার ৯৫ কেজি! ঘটনা আজ (৯ নভেম্বর) সন্ধ্যায়। এম্বুলেন্স থেকে ৬ টি গাঁজার বস্তাসহ গ্রেফতার করা হয়েছে তিন জনকে। তারা হল- মোঃ সবুজ (২৫), মোঃ মিলন(২৮) ও মোঃ জাহিদ হাসান(২৪)।

মোহাম্মদপুর টিকাপাড়া পানির পাম্পের কাছে রাস্তা থেকে তাদের গ্রেফতার ও গাঁজা উদ্ধার করা হয়।

আগে থেকে গোপন সূত্রে খবর পেয়ে ওঁৎ পেতে থাকে গোয়েন্দা ও অপরাধতথ্য (দক্ষিণ) বিভাগের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিমের একটি দল। এক সময় এম্বুলেন্সটি কাছাকাছি আসলে পুলিশ থামার ইশারা দেয়। কিন্তু পুলিশের ইশারা না মেনে গাড়িটি দ্রুত গতিতে চলে যেতে থাকে। পেছন থেকে ধাওয়া করে ডিবি। এক পর্যায়ে মোহাম্মদপুর টিকাপাড়া পানির পাম্পের কাছে এসে তাদেরকে গ্রেফতার করতে সমর্থ হয়।

অভিযানে নেতৃত্বে থাকা গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার খন্দকার রবিউল আরাফাত লেনিন ডিএমপি নিউজকে বলেন, তারা এম্বুলেন্সে করে সীমান্ত এলাকা হতে গাঁজা নিয়ে এসে ঢাকা ও তার আশপাশ এলাকায় সরবরাহ করে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা এ্যাম্বুলেন্সে করে গাঁজা নিয়ে যাতায়াতের সময় তাদের এম্বুলেন্সের সামনে একটি এস্কর্ট পার্টি রাখে। যারা রাস্তা ক্লিয়ার দেয়। এভাবে তারা একের পর এক চেকপোস্ট এড়িয়ে গন্তব্যে পৌঁছে যায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সূত্র : ডিএমপি নিউজ

Share Button

     এ জাতীয় আরো খবর