July 27, 2024, 10:14 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

সৌদি আরবকে আশ্বস্ত করলো যুক্তরাষ্ট্র

সৌদি আরবকে আশ্বস্ত করলো যুক্তরাষ্ট্র

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেন থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের ছোঁড়া মিসাইলের ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে এরকম যুদ্ধ পরিস্থিতিতে সৌদি আরবের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছে তারা। গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে একথা জানা যায়। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১২ দিনের এশিয়া সফরে রয়েছে। এর মাঝেই হোয়াইট হাউজের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, ‘ইরানের রেভুলশনারি গার্ডের সমর্থনে সৌদি আরবে হুথি বিদ্রোহীদের মিসাইল হামলায় জাতিসংঘের শান্তি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।’ আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মিসাইল হামলার বিষয়ে ইরানকে অভিযুক্ত করেছিলেন। তিনি একে আগ্রাসন উল্লেখ করে ‘যুদ্ধ ঘোষণা’ বলে অভিহিত করেন। এই অভিযোগ উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রী জাভেদ জারিফ এক টুইটবার্তায় বলেন, ‘সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে বিমান হামলার মাধ্যমে হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করছে। কলেরা সহ অন্যান্য রোগ ছড়াচ্ছে। আর দোষ দিচ্ছে ইরানকে।’ ইরানের উপপররাষ্ট্র মন্ত্রী মাজিদ তাখত রাভাঞ্চি অভিযোগ করেছেন, ‘যুক্তরাষ্ট্র বিষয়টিকে আরও ঘোলাটে করার চেষ্টা বরছে। তবে গত মাস ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার ঘোষণা দিলেও বিদেশি ফার্মগুলো বিনিয়োগ করেছে। পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি শান্তিপূর্ণ পরমাণু প্রকল্প পরীক্ষার শর্তে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে শুরু করে। প্যারিসে এক সম্মেলনে তাখত রাভাঞ্চি বলেন, ‘ইরান এই চুক্তি থেকে বেরিয়ে যাবে না। তবে যেকোনও পরিস্থিতির জন্য তারা প্রস্তুত।’

Share Button

     এ জাতীয় আরো খবর