সিরাজগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার
ডিটেকটিভ নিউজ ডেস্ক

সিরাজগঞ্জ সদর উপজেলায় যমুনা নদীর দুর্গম চরাঞ্চল থেকে এক হাজার পাঁচ পিস ইয়াবাসহ বেল্লাল হোসেন (২৭) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কাওয়াকোলা ইউনিয়নের সয়াশাখা (মহেশকাংলা) চরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বেল্লাল সয়াশাখা গ্রামের রাজা মুন্সীর ছেলে। সদর থানার ওসি হেলাল উদ্দিন জানান, বেল্লাল যমুনা নদীর দুর্গম চরাঞ্চলে ইয়াবাসহ বিভিন্ন মাদক সরবরাহ করে আসছিলেন, এমন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় এক হাজার পাঁচ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।