September 16, 2024, 3:50 pm

সংবাদ শিরোনাম

চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রোহিঙ্গা যুবকের মৃত্যু

চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রোহিঙ্গা যুবকের মৃত্যু

ডিটেকটিভ নিউজ ডেস্ক

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোহিঙ্গা যুবক মারা গেছেন। গুলিবিদ্ধ হয়ে আসা কামাল হোসেন (২৪) নামের ওই যুবক ১১ দিন হাসপাতিালে ছিলেন। গত মঙ্গলবার গভীর রাতে তার মৃত্যু হয়। কামাল মিয়ানমারের মংডু আকিয়াবের বাসিন্দা আবদুল হাকিমের ছেলে। হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আমানুল হক জানান, হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত মঙ্গলবার রাতে কামাল মারা যান। তিনি জানান, গত ২৯ অক্টোবর টেকনাফ থেকে উন্নত চিকিৎসার জন্য কামালকে হাসপাতালে পাঠানো হয়েছিল।ময়না তদন্ত করে কামালের লাশ টেকনাফে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান এএসআই আমানুল। এর আগেও কয়েকজন রোহিঙ্গা চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে হাসপাতালে মারা গেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর