January 16, 2025, 7:56 pm

সংবাদ শিরোনাম
শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ

বিএনপির কাজই হলো নালিশ করা: ওবায়দুল কাদের

বিএনপির কাজই হলো নালিশ করা: ওবায়দুল কাদের

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপিকে নালিশ পার্টি আখ্যা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তাদের (বিএনপি) কাজই হলো নালিশ করা। বিভিন্ন জায়গায় নালিশ করে উপায় না দেখে জাতিসংঘ মহাসচিবের নামে ভূয়া চিঠি ইস্যু করে দেখাই করতে পারেননি। গতকাল শনিবার বিকেলে বরগুনা তালতলীতে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্যকালে এসব কথা বলেন সেতুমন্ত্রী। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখতে দেখতে দশ বছর, আন্দোলন হবে কোন বছর উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দশ বছরে ২০ ঈদ চলে গেলেও বিএনপি আন্দোলন করতে পারছে? রোজা এলে বলে কোরবানির ঈদ, কোরবানি এলে রোজা, আবার রোজা চলে গেলে বলে কোরবানি। এসময় তিনি গত ১০ বছরের বিভিন্ন উন্নয়নের কথা উল্লেখ করে এ ধারা অব্যাহত রাখতে এ অঞ্চলের মানুষকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। শেখ হাসিনা সরকারের অবদানের কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, পায়রা বন্দর হলে এ এলাকার মানুষজনকে আর পেছনে ফিরে তাকাতে হবে না।

Share Button

     এ জাতীয় আরো খবর