January 16, 2025, 2:58 am

সংবাদ শিরোনাম
মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক

খুলনায় ‘লাঞ্ছিত’ কলেজছাত্রীর আত্মহত্যার পর ছাত্রলীগ নেতা বহিষ্কার

খুলনায় ‘লাঞ্ছিত’ কলেজছাত্রীর আত্মহত্যার পর ছাত্রলীগ নেতা বহিষ্কার

ডিটেকটিভ নিউজ ডেস্ক

খুলনার দাকোপ উপজেলার বাজুয়া এসএন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ইনজামামুল হক মির্জার হাতে এক কলেজছাত্রী লাঞ্ছিত হয়ে আতœহত্যা করেছেন বলে অভিযোগ উঠার পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। দাকোপ থানার ওসি মো. সাহাবুদ্দীন চৌধুরী গত মঙ্গলবার বলেন, বাজুয়া এলবিকে সরকারি মহিলা কলেজের হোস্টেল থেকে সোমবার জয়ী ম-ল নামে এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। ওই কলেজে উচ্চ মাধ্যমিকে পড়তেন তিনি। জয়ীর বান্ধবীরা বলেছে, ইনজামামুল হক মির্জা নামে এক ছেলে রোববার সকালে জয়ীকে মারধর করে।এজন্য সে আত্মহত্যা করে থাকতে পারে। ইনজামামুলকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি। এরপর তাকে বহিষ্কারের কথা জানিয়ে রাতে ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, খুলনা জেলার দাকোপ উপজেলার বাজুয়া এসএন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ইনজামামুল হক মির্জাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগ থেকে বহিস্কার করা হলো। জয়ী ম-ল উপজেলার বানীশান্তা ইউনিয়নের উত্তর বানীশান্তা গ্রামের কুমারেশ ম-লের মেয়ে। তার চাচাত ভাই নৃপেন ম-ল বলেন, জয়ী কলেজ হোস্টেলের পাশে বাজুয়াপাড়ায় এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ত। সেখানে আসা-যাওয়ার সময় প্রায়ই ইনজামামুল হক নামে ওই ছেলে তাকে প্রায়ই উত্ত্যক্ত করত। চার-পাঁচ দিন আগে জয়ী ছেলেটাকে একটা থাপ্পড় মারে। এরপর রোববার ওই ছেলে জয়ীকে ডেকে কলেজের একটি কক্ষে নিয়ে লাঞ্ছিত করে বলে তার বান্ধবীদের কাছ থেকে শুনেছি। লাঞ্ছিত হওয়ার পর জয়ী আত্মহত্যা করেছে বা তাকে হত্যা করা হয়েছে-এমন সন্দেহের কথা উল্লেখ করে পরিবার থেকে থানায় মামলা করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর