January 16, 2025, 1:03 am

সংবাদ শিরোনাম
মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক

শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উদযাপিত

শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উদযাপিত

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নানা কর্মসূচির মধ্যদিয়ে গতকাল বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৫তম জন্মদিন উদযাপিত হয়েছে। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কেক কাটা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, আনন্দ র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করা হয়। ১৯৬৪ সালের এই দিনে শেখ রাসেল ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। এ উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে সকাল ৮টায় বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৫ আগস্ট নিহত শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, বিজ্ঞাণ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য আকতারুজ্জান ও এসএম কামাল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বাস্তব পরিস্থিতি ও মেরুকরণের ওপর নির্ভর করবে মহাজোটের পরিধি বাড়বে কি বাড়বে না। কয়েকদিন পর সিদ্ধান্ত জানা যাবে। তিনি বলেন, জাতীয়পার্টি, সাত বামজোট ও বাহাদুর শাহ মোজাদ্দাদীর ইসলামি ফ্রন্টসহ বেশ কিছু দল যোগাযোগ করেছে ঐক্যে শামিল হতে। তিনি বলেন, আমরা এখনও মুখ খুলছি না। খুব শিগগিরই এ বিষয়টি নিয়ে আমরা বসব। ওয়ার্কিং কমিটি বসে সিদ্ধান্ত নেব, কাকে নেব, কাকে নেব না। পরে বনানী কবরস্থান মসজিদে শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদে আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন। আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদনের শেষে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ, আওয়ামী যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, শেখ রসেল শিশু কিশোর পরিষদ, বাংলাদেশ শিশু একাডেমী, শেখ রাসেল শিশু সংসদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন। শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার বিকেলে একাডেমীর উদ্যোগে ‘শেখ রাসেল আমাদের ভালোবাসা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান কথা সাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মমিন এমপি, কাজী রোজী এমপি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মূখ্য সচিব ড. কামাল আবদুল নাছের চৌধুরী ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম। সভায় শহীদ শেখ রাসেলকে নিয়ে লেখা শেখ রাসেল আমাদের ভালোবাসা বইয়ের মোড়ক উম্মোচন করা হয় এবং দৃষ্টি প্রতিবন্ধী শিশু নাজিম ও বুশরা ব্রেইল বই পাঠ করেন। আওয়ামী যুবলীগের উদ্যোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

এছাড়া শিশুদের কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে সারাদেশে শেখ রাসেলের ৫৪তম জন্মদিন পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:

জয়পুরহাট : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৪তম জন্মদিন উপলক্ষে বৃহষ্পতিবার বাংলাদেশ শিশু একাডেমি জয়পুরহাট জেলা শাখা শিশুদের আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। শেখ রাসেলের ৫৪ তম জন্মদিন উপলক্ষে বৃহষ্পতিবার সকালে শিশুদের কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা শেষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশু রাসেলের জন্মদিন উপলক্ষে শিশু একাডেমি আয়োজিত প্রতিযোগিতা শেষে শিশু একাডেমীর শিশু শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে।

দিনাজপুর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল’র ৫৪তম জন্মদিন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর শহরে এফপিএবি মিলনায়তনে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখা আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম। দিনাজপুর জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহজাহান নভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ মিজানুর রহমান মানু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জয়নুল আবেদীন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান আজাদ বাবলু, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার কেন্দ্রীয় সিনিয়র সাধারণ সম্পাদক ও মুখপাত্র মনিরুজ্জামান জুয়েল, বিশিষ্ট লেখিকা, সাংবাদিক ও দৈনিক উত্তরবাংলার নির্বাহী সম্পাদক জিনাত রহমান প্রমূখ।

খুলনা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার খুলনা শিশু একাডেমি চত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

অনুষ্ঠানে স্বাগত জানান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলম। এ সময় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মোঃ ফারুক হোসেনসহ অভিভাবক ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। খুলনা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি জেলা শাখা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। পরে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

মাগুরা: জেলায় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৪তম জন্মদিন উপলক্ষে শিশু সমাবেশ ও আলোচনাসভা করেছে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমী। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের আসাদুজ্জামান মিলনায়তনে শিশু সমাবেশ, শেখ রাসেলের উদ্দেশ্যে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন বয়সের শিশুরা। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহম্মদ আল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মো: আলী আকবর। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খান মুহাম্মদ রেজওয়ান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রুস্তম আলী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছিসহ অন্যরা।

মেহেরপুর: ব্যতিক্রমভাবে শেখ রাসেলের জন্মদিন পালন করলো শেখ রাসেল জাতীয় শিশু পাঠাগার পরিষদ। গতকাল বৃহস্পতিবার মেহেরপুর জেলার শতাধিক অটিস্টিক ও সরকারি শিশু পরিবারের শিশুদের নিয়ে জন্মদিন পালনের আয়োজন করে কেন্দ্রীয় বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা কমিটির সদস্য এসএম ইমন। অটিস্টিক ও এতিম শিশুদের সাথে মধ্যাহ্নভোজকালে ইমন জানান আজ তারও জন্মদিন। র‌্যালি শেষে সরকারি শিশু পরিবারে জাতীয় শিশু কিশোর পরিষদের আহ্বায়ক সাইফুল আযমের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শ্রমিক লীগের সভাপতি এস এম এনামুল হক, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বেল্লাল হোসেন, জেলা যুবলীগের সদস্য সাজ্জাদ হোসেন ও মেহেরপুর প্রতিদিনের নির্বাহী সম্পাদক আতিক স্বপন।

মুন্সীগঞ্জ: নানা আয়োজনে মুন্সীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৪তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও শিশু একাডেমি যৌথ আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে শিশু সমাবেশ, আলোচনা, বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।এ সময় অতিথিবৃন্দ ও আগত শিশুরা ২০ পাউন্ড কেক কাটেন। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল হাই তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এইচ এম রকিব হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, দৈনিক সভ্যতার আলো সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা বেগম, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি মুক্তিযুদ্ধা এম এ কাদের মোল্লা, জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু প্রমূখ।

নড়াইল: জেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৪তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে নড়াইল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সম্মেলন কক্ষে দিনটি পালন উপলক্ষে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তার মোঃ ওয়ালিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা। প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ।

নওগাঁ: জেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি নওগাঁ জেলা শাখা শিশুদের আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনাসভা, পুরস্তার বিতরন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ১১টা থেকে শিশু একাডেমি প্রাঙ্গনে শিশুদের তিনটি বিভাগে আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওগাঁস্থ ১৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল খাদেমুল বাশার, জেলা তথ্য কর্মকর্তা মোঃ আতিকুর রহমান শাহ এবং জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন। পরে শিশু একাডেমি নওগাঁ শাখার শিক্ষার্থীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও সংগীত পরিবশেন করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর