July 27, 2024, 5:25 am

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

পশ্চিমবঙ্গে ডেঙ্গুকে ‘মহামারি’র দাবিতে মামলা

পশ্চিমবঙ্গে ডেঙ্গুকে ‘মহামারি’র দাবিতে মামলা

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

মশাবাহিত রোগ ডেঙ্গু ভয়াবহ রূপ নিয়েছে পশ্চিমবঙ্গে। গত সোমবার এই রোগকে মহামারি ঘোষণার দাবিতে জনস্বার্থে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মামলার আবেদনে পশ্চিমবঙ্গে ডেঙ্গু রোগ নিয়ে সঠিক তথ্য লিখতে কোনো হাসপাতাল অথবা প্যাথলজিক্যাল সেন্টারকে যেন বাধা দেওয়া না হয়, সে ব্যাপারে আদালতকে নির্দেশ দেওয়ার আরজি জানানো হয়েছে। সেই সঙ্গে ডেঙ্গু মোকাবিলায় রাজ্য সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, তা দেখতে হাইকোর্টের নজরদারিতে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করারও আবেদন জানানো হয়েছে। এ ছাড়া আক্রান্ত এবং মৃত ব্যক্তিদের পরিবারকে পাঁচ লাখ টাকার আর্থিক সাহায্য দেওয়ার আরজি জানানো হয়েছে। আবেদনে ডেঙ্গু রোগ মোকাবিলায় কেন্দ্রীয় সরকার যাতে হস্তক্ষেপ করে, সে জন্য নির্দেশ দেওয়ার আবেদন করেছেন।

ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে ডেঙ্গু নিয়ে মোট পাঁচটি মামলা হয়েছে। সব কটিই গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। ১০ নভেম্বর মামলাগুলোর শুনানি হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

এদিকে রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সোমাবর দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব প্রীতি সুদনের সঙ্গে দেখা করেছেন অধীর চৌধুরী। রাজ্যে ডেঙ্গু রোগ মহামারি আকার নিলেও পশ্চিমবঙ্গ সরকার বিষয়টিকে চাপা দেওয়ার জন্য ‘অজানা জ¦র’ হিসেবে উল্লেখ করছে বলে অভিযোগ করেন তিনি। দ্রুত রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানোর অনুরোধও করেন তিনি। স্বাস্থ্যসচিবও তাঁকে আশ্বস্ত করেছেন।

অন্যদিকে ডেঙ্গু মোকাবিলায় সরকারের ব্যর্থতার প্রতিবাদের কলকাতা পৌরসভা মেয়রের কার্যালয়ের সামনে ও স্বাস্থ্য ভবনের সামনে মশারি টাঙিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অব্যাহত রয়েছে।

অবশ্য তৃণমূল কংগ্রেসের দাবি, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। গত সোমবার কলকাতা পৌরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেছেন, ডেঙ্গু মোকাবিলায় পৌরসভা প্রচুর কাজ করেছে। বিরোধীদের কাজ বিক্ষোভ দেখানো।

Share Button

     এ জাতীয় আরো খবর