October 13, 2024, 9:22 am

সংবাদ শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ভুল পথে কেন (পর্ব- ৯) মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ জয়পুরহাটের ক্ষেতলালে ৪০টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা চার দিনের টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

সুস্মিতা সেন ফিরছেন?

সুস্মিতা সেন ফিরছেন?

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন। দাসতাক, ¯্রফি তুম, আঁখে, ম্যায় হু না, ম্যায়নে পেয়ার কিউ কিয়াসহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় দেখা গেছে তাকে। রুপালি পর্দায় তার রূপের জাদুতে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। অনেকদিন থেকেই লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে দূরে রয়েছেন সুস্মিতা। তবে বিরতি ভেঙে আবারো ফিরছেন এই অভিনেত্রী। এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘সুস্মিতার দুটি গল্প পছন্দ হয়েছে। এর মধ্যে একটিতে তার চরিত্র মধ্য প্রদেশের নারী পুলিশ। ২০০৩ সালে সময় সিনেমায় শেষবার তাকে পুলিশের চরিত্রে দেখা গেছে। তবে তিনি চাইছেন এই চরিত্রটি কিছুটা ভিন্ন হোক। তিনি নির্মাতা মুদাসসার আজিজের কাছ থেকেও একটি প্রস্তাব পেয়েছেন। দুলহা মিল গ্যায়া সিনেমাটি ফ্লপ হওয়ার পরও এ অভিনেত্রী এই নির্মাতার সঙ্গে কাজ করতে আগ্রহী।’

এদিকে চলতি বছরের শুরুতে অভিনয়ে ফেরা প্রসঙ্গে সুস্মিতা বলেছিলেন, ‘গত এক দেড় বছর ধরে আমি চিত্রনাট্য দেখছি। আমার মনে হয় ছয় মাস একটি সিনেমার জন্য দিতে পারব। কিন্তু আমি প্রস্তুত হলেও, উপযুক্ত চিত্রনাট্য এখনো আমার জন্য প্রস্তুত হয়নি।’

তিনি আরো বলেন, ‘আমি সবসময়ই বলে আসছি, আপনাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে কোনো না কোনো পথ ঠিকই বের করব। বড় তারকা হওয়ার ইচ্ছে আমার নেই, আমি আপনাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চাই। আমি গর্বিত সৃষ্টিকর্তা আমাকে অভিনয়শিল্পী হওয়ার সুযোগ দিয়েছেন।’ সুস্মিতা অভিনীত সর্বশেষ বলিউড সিনেমা নো প্রবলেম। ২০১০ সালে মুক্তি পায় এটি। এর মধ্যে অবশ্য সৃজিত মুখার্জি পরিচালিত ভারতীয় বাংলা নির্বাক সিনেমায় অভিনয় করেছেন তিনি। এটি মুক্তি পায় ২০১৫ সালে।

Share Button

     এ জাতীয় আরো খবর