মাইক্রোসফট ‘স্কাইপ-৭-ক্লাসিক’ সমর্থন বন্ধ করছে
ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক
চলতি বছরের নভেম্বরে স্কাইপ ৭.০ ক্লাসিক সংস্করণে সমর্থন বন্ধের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।
স্কাইপ ৭.০-এর পরিবর্তে স্কাইপ ৮ আরও উন্নত করার দিকে নজর দেবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি। গ্রাহকের প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে এতে পরিবর্তন আনা হবে বলে প্রতিবেদনে জানিয়েছে আইএএনএস।
বৃহস্পতিবার মাইক্রোসফটের পক্ষ থেকে এক ব্লগ পোস্টে বলা হয়, “২০১৮ সালের ১ নভেম্বর ডেস্কটপে স্কাইপ ৭ বা তার আগের সংস্করণগুলোতে সমর্থন বন্ধ করা হবে এবং ১৫ নভেম্বর মোবাইল ও ট্যাবলেট ডিভাইসে সমর্থন বন্ধ করা হবে।”
সমর্থন বন্ধ করলেও গ্রাহককে আগের সংস্করণ ব্যবহার করতে দেবে মাইক্রোসফট। গ্রাহক যতদিন না নতুন সংস্করণে আপডেট করছেন ততদিন এটির ব্যবহার চালিয়ে যেতে পারবেন।
“আমরা আপনাদের কাছ থেকে সবচেয়ে বেশি অনুরোধ পাওয়া ফিচারগুলো নিয়ে কাজ করছি। সম্প্রতি আমরা কল রেকর্ডিং ফিচার চালু করেছি এবং কথোপকথনের মধ্যে সার্চিং ফিচার আনতে শুরু করেছি। শীঘ্রই আপনি আপনার কন্টাক্টস-এ ফোন নাম্বার যোগ করতে পারবেন।”
সেপ্টেম্বরের শুরুতে মোবাইল ও ডেস্কটপ উভয় ডিভাইসের জন্য স্কাইপ ইন্টারফেইস নতুন করে নকশা করেছে মাইক্রোসফট। এতে ভয়েস কলিং, ভিডিও চ্যাটিং ও মেসেজিং ফিচার আরও সহজ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর পাশাপাশি ব্যক্তিগত কথোপকথনের ক্ষেত্রে প্ল্যাটফর্মে এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তি যোগ করেছে প্রতিষ্ঠানটি।
সমর্থন বন্ধ হলে গ্রাহক কতদিন পর্যন্ত স্কাইপ ক্লাসিক চালিয়ে যেতে পারবেন তা স্পষ্ট করে বলা হয়নি।