অ্যাপলের স্যামসাং নির্ভরতা কমাচ্ছে এলজি?
ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক
আইফোনের ওলেড ডিসপ্লের দ্বিতীয় নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে কোরীয় ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি’র এলজি ডিসপ্লেকে বেছে নিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল, কোরীয় প্রযুক্তি সাইট ইটিনিউজ এ খবর প্রকাশ করেছে।
অ্যাপল তাদের ওলেড স্ক্রিনের বিকল্প সরবরাহকারী হিসেবে এলজিকে বাছাই করছে এমন গুঞ্জন উঠে চলতি বছরের জুনে। আর সম্প্রতি কোনো সূত্র না উল্লেখ করা প্রকাশ করা ওই খবরে বলা হয়, এলজি’র ওলেড প্যানেল ইতোমধ্যে গুণগত মান যাচাইয়ে অ্যাপলের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
২০১৭ সালে অ্যাপলের আইফোন X আনার পর থেকে এখন পর্যন্ত অ্যাপলের একমাত্র ওলেড স্ক্রিন সরবরাহকারী প্রতিষ্ঠান হচ্ছে স্যামসাং। প্রাথমিক চুক্তিতে অ্যাপলকে প্রায় ১০ কোটি ওলেড ডিসপ্লে সরবরাহের চুক্তি করে স্মার্টফোন জগতে অ্যাপলের অন্যতম প্রতিদ্বন্দ্বী এই প্রতিষ্ঠানটি। এতদিন একমাত্র সরবরাহকারী থাকায় এক্ষেত্রে স্যামসাং মূল্য নিয়ন্ত্রণে নিজেদের আধিপত্যের সুযোগ দিয়েছে। এখন এলজিও প্রবেশ করলে স্যামসাংয়ের উপর অ্যাপলের নির্ভরশীলতা কমবে– এমনটাই ভাষ্য প্রযুক্তি সাইট ভার্জের।
অ্যাপল আর এলজি’র মধ্যে চুক্তি সামনের দিকে আগালে এলজির ওলেড স্ক্রিনগুলো সম্ভবত আইফোন X এস ও আইফোন X এস ম্যাক্স-এ ব্যবহার করা হবে।