বাকশালের মধ্যে জাতীয় ঐক্যের সব ফর্মুলা দেওয়া আছে: নাজমুল হুদা
ডিটেকটিভ নিউজ ডেস্ক
জাতীয় ঐক্য করতে হলে বাকশাল কায়েম করুন। এর মধ্যে জাতীয় ঐক্যের সব ফর্মুলা দেওয়া আছে। শেখ হাসিনাকে এই ঐক্য গড়ার দায়িত্ব নিতে হবে। যাতে সবাই মিলে একটি নির্বাচন করা যায়, সবাই মিলে একটি সমঝোতার সরকার গঠন করা যায়। এ নিয়ে মাথা ভাঙ্গাভাঙ্গির দরকার নেই। তৃণমূল বিএনপি ও ৩২ দলীয় জোট বাংলাদেশ জাতীয় জোটের (বিএনএ) সভাপতি নাজমুল হুদা এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক ক্ষমতাশালী নেত্রী। সবাই মিলে শান্তিতে থাকার জন্য সমঝোতার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে সরকার গঠনের দায়িত্ব তাকেই নিতে হবে। গতকাল শনিবার বিকেলে পল্টনের মেহরাবা প্লাজায় আয়োজিত ‘একদলীয় সরকার বনাম বহুদলীয় সরকার’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল)। সভার প্রধান অতিথি ব্যারিস্টার হুদা বলেন, ড. কামাল হোসেন জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। কিন্তু দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল ও ক্ষমতাসীন আওয়ামী লীগকে বাদ দিয়ে কেমন জাতীয় ঐক্য গঠন করবেন তারা! এই জোটকে জাতীয় ঐক্য না বলে বরং সরকার বিরোধী ঐক্য বলা উচিৎ। এছাড়া দেশের স্বাধীনতার ৫০বছর পূর্তি অনুষ্ঠানে সবাইকে নিয়ে উৎসব করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। বাকশাল সভাপতি মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের অন্যান্য নেতারা উপস্থিতি ছিলেন।