December 26, 2024, 10:48 pm

সংবাদ শিরোনাম
প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বেনাপোল স্থলবন্দর হ্যাল্ডিং শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ঝিকরগাছা উপজেলায় যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা শার্শার উলশী ইউনিয়ন ভিত্তিক ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত সাজাভোগের শেষে ভারত থেকে দেশে ফিরলো ২৬ বাংলাদেশি পুরুষ -নারী বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা

ফের মাস্কের আক্রমণ থাই গুহার নায়ককে

ফের মাস্কের আক্রমণ থাই গুহার নায়ককে

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

থাইল্যান্ডের গুহা থেকে কিশোর ফুটবল দল উদ্ধার অভিযানের ‘অন্যতম নায়ক’ হিসেবে আখ্যা পাওয়া ভার্ন আনসওয়ার্থ-কে ফের মৌখিক আক্রমণ করলেন টেসলা প্রধান ইলন মাস্ক।

মার্কিন এই প্রকৌশলী ও ধনকুবের এক সাংবাদিকের কাছে আনসওয়ার্থকে নিয়ে ‘অশ্লীলভাবে তিরস্কার’ করেছেন ও ‘ভিত্তিহীনভাবে’ তিনি একজন ‘শিশু কন্যাকে’ বিয়ে করেছেন বলে দাবি করেছেন– বলা হয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেনট-এর প্রতিবেদনে। শুধু তাই নয়, বাজফিড নিউজ-এর ওই সাংবাদিককে দেওয়া ইমেইলে মাস্ক আনসওয়ার্থকে ‘শিশু ধর্ষক’ ডেকেছেন বলেও জানিয়েছে বিবিসি।

মাস্ক এর আগে আনসওয়ার্থকে ‘পেডোফাইল বা শিশু যৌন নিপীড়নকারী’ হিসেবে আখ্যা দিয়েছিলেন। কিশোর ফুটবল দল উদ্ধারে মাস্ক-এর প্রচেষ্টা নিয়ে বিদ্রুপ করেছিলেন আনসওয়ার্থ, এরপর থেকেই তাদের মধ্যে বাকযুদ্ধের শুরু।

এর আগে আনসওয়ার্থকে ‘পেডোফাইল’ ডাকা নিয়ে ক্ষমা চেয়েছিলেন মাস্ক। কিন্তু এরপর সম্প্রতি আবারও তিনি আনসওয়ার্থকে নিয়ে এ ধরনের মন্তব্য করলেন।

আনসওয়ার্থ-এর আইনজীবীর কাছ থেকে আইনি হুমকি পাওয়ার বিষয়ে মাস্ককে জিজ্ঞাসা করা হলে তিনি আরও ক্ষিপ্ত হন। বাজফিড প্রতিবেদক রায়ান ম্যাক-এর কাছে এই মেইলে এর জবাব দিয়েছেন তিনি, রায়ান ম্যাক এই জবাবের পুরোটা টুইটারে পোস্ট করে দিয়েছেন।

মাস্ক বলেন, “আমার পরামর্শ হচ্ছে আপনি থাইল্যান্ডে চেনেন এমন লোকদের ডাকুন, আসলে কী হচ্ছে তা বের করুন আর শিশু ধর্ষকদের সমর্থন করা বন্ধ করুন।” এ সময় ম্যাককেও আক্রমণাত্মক ভাষায় সম্বোধন করেন মাস্ক।

নানা উদ্ভাবনী ধারণা দেওয়ার জন্য বিখ্যাত মাস্ক আরও বলেন, “তিনি বয়স্ক, ইংল্যান্ড থেকে আসা একা একজন শ্বেতাঙ্গ যিনি ৩০ থেকে ৪০ বছর ধরে থাইল্যান্ডে ভ্রমণ বা বসবাস করছেন। অধিকাংশ সময়ে পাতায়া সৈকতে ছিলেন, যতদিন না তিনি ১২ বছর বয়সী শিশু কনের জন্য চিয়াং রাই-এ যান।”

মাস্ক আরও বলেন, “মামলার এই হুমকি আশ্চর্যজনকভাবে সামনে এলো যখন আমি এই বিষয়টি তুলে ধরেছি (এর আগে কিছুই পাঠানো হয়নি)।” আনসওয়ার্থ তাকে মামলা করুক এমনটাই আশা করছেন তিনি।

এরপরের বার্তাগুলোতে মাস্ক তার ‘মিনি-সাব’-এর সমর্থনে কথা বলা শুরু করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর