November 11, 2025, 4:49 pm

সংবাদ শিরোনাম
আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা-মৌলভীবাজারের চার আসনেও মনোনয়ন চূড়ান্ত প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত এনসিপি বৃষ্টি আর বাতাসে নুয়ে পড়েছে ধানক্ষেত, দুশ্চিন্তায় কৃষকরা ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এস্কাফ (ESKuf) ও গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রোহিঙ্গা ক্যাম্প থেকে রংপুরের মোবারক আলী হত্যা মামলার মূলহোতা গ্রেপ্তার নবীগঞ্জে বার বার মেয়ে প*রকিয়া**য় জড়িয়ে পরার কারণে নিজ হাতে খু*ন করলেন পিতা বেনাপোল সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার। সুনামগঞ্জের ধোপাজান নদীতে রাতের আঁধারে বালু হরিলুট

বোরহানউদ্দিনে ভ্রাম্যমান আদালতে ৬ জনের জেল

রাকিব হোসেন  ভোলা জেলা প্রতিনিধিঃ

ভোলার বোরহানউদ্দিনে রবিবার রাত সাড়ে ৮টায় ইভটিজিং ও জুয়া খেলার অপরাধে ৬জনকে জেল দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআঃ কুদদূস। ইভটিজিং এর অপরাধে কাচিয়া ইউনিয়নের ইউছুব আলীর ছেলে ইসমাইল কে ১মাসের এবং জুয়া খেলার অপরাধে টবগী ইউনিয়নের বাবুল, আজাদ, হান্নান, হাফেজ ও ভুট্টুকে ৩দিন করে জেল প্রদাণ করেন। বোরহানউদ্দিন থানা সূত্র জানায়, কাচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জাহাংগীর এর স্কুল পড়–য়া মেয়ে জেরিন আক্তার স্কুলে আসা যাওয়ার পথে উক্ত্যক্ত করত একই এলাকার ইউছুর আলীর ছেলে ইসমাইল। রবিবার সকাল সাড়ে ৯টায় ওই ছাত্রী স্থানীয় পদ্মা মনসা মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার পথে দালাল বাজার নামক স্থানে তাকে ইভটিজিং করে ইসমাইল।স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপার্দ করে। অপরদিকে শনিবার রাতে উপজেলার টবগী ইউনিয়নে জুয়া খেলার সময় পুলিশ অভিযান চালায়।এ সময় টবগী ৫নং ওয়ার্ডের দেলোয়ারের ছেলে বাবুল (৪০)৬নং ওয়ার্ডের জাকির এর ছেলে আজাদ(১৯) একই ওয়ার্ডের খলিলুরের ছেলে হান্নান(৫৩),আব্দুল মতিন এর ছেলে হাফেজ (১৯) এবং আবু তাহের এর ছেলে ভুট্টুকে পুলিশ জুয়ার টাকাসহ আটক করে। উপজেলা নির্বাহী অফিসার এর অফিস সূত্র জানায়, ইভটিজিং এর অভিযোগে ইসমাইলকে ১মাসের এবং জুয়া খেলার অপরাধে ৫ জুয়ারীর প্রত্যেককে ৩দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১১ সেপ্টেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর