বিজ্ঞানিদের জন্য গুগলের সার্চ ইঞ্জিন
ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক
বিজ্ঞানিদের গবেষণার কাজে সহায়তা করতে নতুন সার্চ ইঞ্জিন উন্মোচন করেছে গুগল।
অনলাইনের লাখ লাখ ডেটাসেট খুঁজতে বিজ্ঞানিদের সহায়তা করতেই নতুন এই সার্চ ইঞ্জিনটির ঘোষণা দেওয়া হয়। ইঞ্জিনটির নাম বলা হয়েছে ‘ডেটাসেট সার্চ’– খবর আইএএনএস-এর।
নতুন এই ডেটাসেট সার্চ ব্যবহার করে বিজ্ঞানি, ডেটা সাংবাদিক এবং অন্যান্য ব্যক্তিরা তাদের কাজ বা প্রতিবেদনের জন্য প্রয়োজনীয় ডেটা বের করতে পারবেন। গ্রাহক চাইলে তার কৌতুহলও মেটাতে পারবেন এর মাধ্যমে।
গুগল স্কলার-এর মতোই কাজ করবে ডেটাসেট সার্চ। প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিবেদনের জন্য গুগলের জনপ্রিয় সার্চ ইঞ্জিন হলো গুগল স্কলার।
নতুন সার্চ ইঞ্জিন নিয়ে গুগল এআই-এর গবেষণা বিজ্ঞানী নাতাশা নয় বলেন, “ডেটাসেট সার্চ আপনাকে ডেটাসেট খুঁজতে সহায়তা করে; সেটা প্রকাশকের সাইট, ডিজিটাল লাইব্রেরি বা কোনো লেখকের ব্যক্তিগত ওয়েব পেইজ যেখানেই রাখা হোক না কেনো।”
ডেটাসেট সার্চ বানাতে ডেটাসেট সরাবরাহকারীদের জন্য কিছু নীতিমালা তৈরি করেছে গুগল। প্রতিষ্ঠানটি যাতে সহজে উপাদানগুলো বুঝতে পারে তাই ডেটাগুলোকে কিছু নীতিমালা মেনে সাজাতে বলা হয়েছে।
“এই নীতিমালার মধ্যে ডেটাসেট নিয়ে মূল কিছু তথ্য থাকবে: কে এই ডেটাসেট বানিয়েছে, কখন এটি প্রকাশ করা হয়েছে, ডেটা কীভাবে সংগ্রহ করা হয়েছে, ডেটা ব্যবহারের শর্ত কী, ইত্যাদি।”
গুগল এই তথ্যগুলো সংগ্রহ ও যুক্ত করে, বিভিন্ন জায়গায় থাকা ডেটাসেটের ভিন্ন ভিন্ন সংস্করণগুলো পর্যালোচনা করে এবং যে প্রকাশনাগুলোতে ডেটাসেটগুলো বর্ণনা করা হয়েছে সেগুলো খুঁজে বের করে।
“ছোট বা বড় ডেটাসেট সরবরাহকারীদের আমরা এই সাধারণ মানগুলো মেনে চলতে উদ্বুদ্ধ করি যাতে ডেটাসেটগুলো এই বিস্তৃত বাস্তুসংস্থানের অংশ হয়।”
গ্রাহক পরিবেশ ও সামাজিক বিজ্ঞানবিষয়ক বেশিরভাগ ডেটাসেট পাবেন নতুন এই সার্চ ইঞ্জিনে। এর পাশাপাশি সরকারি ডেটা এবং প্রোপাবলিকা’র মতো সংবাদ সংস্থাগুলোর ডেটাও পাওয়া যাবে এখানে।
একের অধিক ভাষায় কাজ করবে ডেটাসেট সার্চ। শীঘ্রই এতে আরও ভাষা যোগ করা হবে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।