September 22, 2024, 11:37 am

সংবাদ শিরোনাম
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ফয়জুল আজীম নোমান এর যোগদান জয়পুরহাটের ক্ষেতলালে শহীদ জিয়া ও সকল শহীদদের স্মরণে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে সংবাদ বিজ্ঞপ্তি কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে বিদ‌্যুৎস্পৃষ্টএক যুব‌কের মৃত্যু যশোরে বালিচাপা অবস্থায় প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার কুড়িগ্রামের রাজিবপুরে ৪০ পিস ইয়াবা ও ১ টি ভ্যান জব্দসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার জয়পুরহাটের ক্ষেতলালে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

সংবিধানের কোথায় লেখা আছে কারাগারে আদালত বসানো যাবে না: কাদের

সংবিধানের কোথায় লেখা আছে কারাগারে আদালত বসানো যাবে না: কাদের

ডিটেকটিভ নিউজ ডেস্ক

কারাগারে আদালত বসানো সংবিধানের লঙ্ঘন- বিএনপি নেতাদের এমন মন্তব্যের পাল্টায় প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি নেতারা অভিযোগ করেছেন- কারাগারে আদালত বসানো সংবিধানের লঙ্ঘন। কিন্তু আমি জানতে চাই, সংবিধানের কোথায় লেখা আছে কারাগারে আদালত বসানো যাবে না। এটা যদি সংবিধানের লঙ্ঘন হয় তাহলে সেটি করেছেন জেনারেল জিয়াউর রহমান। গতকাল বুধবার বিকেলে দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত আওয়ামী লীগের যৌথ সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের এসব কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতারা কী ভুলে গেছেন, কারাগারে আদালত বসিয়ে কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়া হয়েছিলো। সংবিধানে লেখা নেই কারাগারে আদালত বসানো যাবে না। এটা যদি খালেদা জিয়া না মানেন, তাহলে সিদ্ধান্ত নিয়েছেন আদালত, ব্যবস্থাও নেবেন আদালত। সরকারের কিছু বলার নেই। এ যৌথ সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকে সামনে রেখে আমরা দলের সহযোগী সংগঠনগুলোর সঙ্গে এ যৌথসভায় বসেছি। নির্বাচনে সহযোগী সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তাই এ সংগঠনগুলোর সঙ্গে আমরা বসেছি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের আরও বলেন, খালেদা জিয়া অসুস্থ, তার বয়স হয়েছে, আদালতে যেতে তার কষ্ট হয় তাই জেলে মধ্যে আদালত বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বয়সের কথা বিবেচনা করে খালেদা জিয়ার হাজিরার সুবিধার জন্যই এ ব্যবস্থা করা হয়েছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি আইন মানে না, আদালত মানে না, বিচার মানে না, নিয়ম মানে না। এটাই বিএনপির বৈশিষ্ট। বিএনপির নেতারা সংবিধান লঙ্ঘনের কথা বলছেন অথচ তারাই সংবিধান লঙ্ঘন করে। তারা নানা কৌশল করে এ মামলার বিচার বিঘিœত ও বিলম্বিত করার অপচেষ্টা করছে। এ মামলার বিচার অনেক আগেই শেষ হয়ে যেত, কিন্তু খালেদা জিয়া হাজিরা না দিয়ে এ মমালার বিচার কাজ বিলম্বিত করেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর