ফেইসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে বিভ্রাট
ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক
কারিগরি ত্রুটির কারণে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেইসবুক আর এর অধীনস্থ প্ল্যাটফর্মগুলোতে প্রবেশ করতে ও পোস্ট করতে বিড়ম্বনা পোহাতে হয়েছে কিছু ব্যবহারকারীকে।
সোমবার ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়, ফেইসবুক, মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ আর ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামে সোমবার কিছু ব্যবহারকারী প্রবেশ ও পোস্ট করতে পারছিলেন না। কারিগরি ত্রুটির কারণে তারা এমন সমস্যার মুখোমুখি হন। ইতোমধ্যে এই সমস্যা অনেকাংশেই সমাধান করা হয়েছে বলে জানিয়েছে সোশাল জায়ান্টটি।
ফেইসবুকের মুখপাত্র জে ন্যানক্যারো সোমবার বলেন, “আজকে একটি নেটওয়ার্কিং সমস্যা কিছু মানুষকে ফেইসবুকের বিভিন্ন সেবায় প্রবেশ ও পোস্ট করতে ঝামেলায় ফেলেছে। আমরা দ্রুত তদন্ত করেছি ও আগের অবস্থায় ফিরিয়ে আনতে কাজ শুরু করেছি আর আমরা সবার জন্যই এই সমস্যা প্রায় ঠিক করে ফেলেছি। এই বিড়ম্বনার জন্য আমরা দুঃখিত।”
এই সমস্যার মুখোমুখি হওয়া ব্যবহারকারীদের অধিকাংশই ৯০ মিনিটের কম সময় এই বিড়ম্বনায় ছিলেন আর এই সমস্যা কোনো নির্দিষ্ট অঞ্চলভেদে ছিল না বলে উল্লেখ করা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।