রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কোম্পানি হওয়ায় বিদ্যুতের দাম বাড়ছে: ক্যাব
ডিটেকটিভ নিউজ ডেস্ক
কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ¦ালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম অভিযোগ করে বলেছেন, বিদ্যুৎ খাতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে কোম্পানিতে রূপান্তর করায় খরচ বাড়ছে। এর প্রভাবে বিদ্যুতের দামও বাড়ছে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে ক্যাব আয়োজিত ‘বিদ্যুতের দাম কমানোর প্রস্তাব’ শীর্ষক এক আলোচনা সভায় শামসুল আলম এমন অভিযোগ করেন।
আলোচনায় ক্যাবের উপদেষ্টা বিদ্যুতের দাম আর না বাড়াতে, বিদ্যুৎ উৎপাদনে জ¦ালানি হিসেবে ব্যবহৃত তেলের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করাসহ ১৫ দফা প্রস্তাব তুলে ধরেন। আলোচনা সভায় বিদ্যুৎ ও জ¦ালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, সাশ্রয়ী দামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে আরো ৮ থেকে ১০ বছর প্রয়োজন। সে সময় পর্যন্ত সবাইকে ধৈর্য ধরতে হবে।