বিএনপি ষড়যন্ত্রে অপরিপক্ব, তাই তারা ধরা খেয়ে গেছে: খাদ্যমন্ত্রী
ডিটেকটিভ নিউজ ডেস্ক
পাকিস্তানের প্রেসক্রিপশনে বিএনপির জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। ‘জেল হত্যা দিবস’ উপলক্ষে গতকাল বুধবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় কামরুল এ মন্তব্য করেন। বিএনপি পাকিস্তানের এজেন্ডা। বিএনপি ষড়যন্ত্রে পারদর্শী। কিন্তু এবার ধরা খেয়ে গেছে তাদের নিজেদের ফাঁদে। বিএনপি ষড়যন্ত্রে অপরিপক্ব। তাই তারা ধরা খেয়ে গেছে, বলেন কামরুল। খালেদা জিয়া রোহিঙ্গাদের দেখতে গেলেন গাড়িতে। তিনি নাকি অসুস্থ। এতটা লম্বা পথ তিনি বিমানে যেতে পারতেন। ওই যাত্রায় তাঁর কোনো পথসভা ছিল না, যোগ করেন কামরুল। ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরের কাছে বাস পোড়ানোর বিষয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, যাত্রাপথে গাড়িতে হামলা। তিনি উখিয়ায় অবস্থান করলেন। তখন কোনো হামলা হয়নি। কিন্তু আসার পথে তাঁর গাড়িবহরের পেছনের গাড়িতে আগুন। অথচ তাঁর কোনো নেতাকর্মী আহত হয়নি। এই ষড়যন্ত্রের পেছনে খালেদা, ফখরুল যেই থাক, তাঁদের বিচারের আওতায় আনা হবে। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এই সদস্য বলেন, নির্বাচন সামনে রেখে বিএনপি নতুন করে বোমাবাজির পাঁয়তারা চালাবে বলে তথ্য আছে। এজন্য নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ প্রমুখ।