ফের নকশা বদলাবে স্ন্যাপচ্যাট?
ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক
অ্যান্ড্রয়েডে নিজেদের অ্যাপের নতুন নকশা নিয়ে পরীক্ষা চালাচ্ছে স্ন্যাপচ্যাট। খুব শীঘ্রই প্রতিষ্ঠানটি নতুন এই নকশা আনার পরিকল্পনা করছে বলে খবর বেরিয়েছে।
রোববার প্রযুক্তি সাইট এনগ্যাজেট-এর প্রতিবেদনে বলা হয়, স্ন্যাপচ্যাটের অ্যান্ড্রয়েড অ্যাপে এর নকশা একদম ঢেলে সাজানোর একটি খসড়া আলফা সংস্করণের সন্ধান পেয়েছেন জেইন মানচুন ওং নামের এক প্রকৌশলী।
এক টুইটে ওং বলেন, “স্ন্যাপচ্যাটের নতুন ও আগের চেয়ে দ্রুত ইউজার ইন্টারফেইস (ইউআই) তৈরির পথে। এটি সাধারণভাবেই আগেরটির চেয়ে বেশি স্বাচ্ছন্দ্যপূর্ণ। অ্যান্ড্রয়েডের জন্য নতুন এই ইউআই-এ ইমোজিও বদলাচ্ছে!”
নতুন সংস্করণ এখনও আলফা পরীক্ষামূলক ধাপে থাকায় এতে এখনও বিভিন্ন ধরনের ত্রুটি রয়েছে যা ঠিক করতে হবে। ক্যামেরা অ্যাপটি এখনও সরাসরি কোনো ছবি না তুলে স্ক্রিনশট নেয় বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।
২০১৭ সালে অ্যাপটির ইউজার ইন্টারফেইস বদলিয়ে ব্যবহারকারীদের তীব্র সমালোচনার মুখে পড়েছিল স্ন্যাপচ্যাট। এমনকি এ নিয়ে চেইঞ্জ ডটঅর্গ-এ পিটিশনও দায়ের করা হয়। এক পর্যায়ে অ্যাপটিতে আগের নকশা ফিরিয়ে আনতে বাধ্য হয় স্ন্যাপচ্যাট।