December 26, 2024, 9:24 am

সংবাদ শিরোনাম
শার্শার উলশী ইউনিয়ন ভিত্তিক ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত সাজাভোগের শেষে ভারত থেকে দেশে ফিরলো ২৬ বাংলাদেশি পুরুষ -নারী বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গুগল চীনে সার্চ ইঞ্জিন চালুর ‘কাছাকাছি নেই’: পিচাই

গুগল চীনে সার্চ ইঞ্জিন চালুর ‘কাছাকাছি নেই’: পিচাই

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

এখন পর্যন্ত চীনে সার্চ ইঞ্জিন চালুর কাছাকাছি যায়নি গুগল, এমনটাই দাবি করেছেন প্রতিষ্ঠান প্রধান সুন্দার পিচাই।

কয়েক দিন ধরেই গুজব চলছে চীনে সেন্সরড সার্চ ইঞ্জিন চালু করবে গুগল। বিষয়টি নিয়ে ইতোমধ্যে বেশ সমালোচনাও হয়েছে।

বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ায় গুগলের মাউন্টেইন ভিউ প্রধান কার্যালয়ে কর্মীদের সঙ্গে এক সাক্ষাৎকারে পিচাই বলেন, “চীনে সার্চ পণ্য উন্মোচনের কাছাকাছি নেই গুগল।” কিন্তু দেশটিতে কীভাবে আরও বেশি কিছু করা যায় তা নিয়ে ভাবছে তারা।

গুগলের এই গোপন প্রকল্পের সাংকেতিক নাম দেওয়া হয়েছে ‘ড্রাগনফ্লাই’। ইতোমধ্যে গুগলের এই প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন প্রতিষ্ঠান এক হাজার কর্মী– খবর প্রযুক্তি সাইট সিনেটের।

সাম্প্রতিক মাসগুলোতে এটি গুগল কর্মীদের দ্বিতীয় প্রতিবাদ। এর আগে প্রজেক্ট ম্যাভেন নামের গোপন ড্রোন প্রকল্পের বিরোধীতা করেন গুগলের হাজারো কর্মী। মার্কিন সরকারের জন্য গোপন এই ড্রোন প্রকল্প তৈরি করা হচ্ছিল, যা গুগলের এআই গবেষণাকে সমৃদ্ধ করবে বলে বলে ধারণা করা হচ্ছিল। ওই ঘটনায় কিছু কর্মী পদত্যাগও করেছিলেন।

এবারে চীনে সার্চ ইঞ্জিন চালুর বিষয়ে প্রতিবাদ করেছেন গুগল কর্মীরা। প্রতিষ্ঠানকে এক হাজার কর্মীর স্বাক্ষর করা খোলা চিঠি দেওয়া হয়েছে যাতে এই প্রকল্পের স্বচ্ছতা এবং একটি নৈতিক পর্যালোচনা প্রক্রিয়ার কথা জানতে চাওয়া হয়েছে।

আট বছর আগে সেন্সরশিপের কারণে চীন ছাড়তে বাধ্য হয় গুগল। এবার ধীরে ধীরে এই বাজারে পুনরায় ব্যবসা শুরু করার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে জানতে সিনেটের পক্ষ থেকে গুগলের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।

Share Button

     এ জাতীয় আরো খবর